ভারতের বাজারে জাপানিজ বাইক এবং গাড়ি নির্মাতা Kawasaki এর প্রবেশ হয় বেশ কয়েক দশক আগে। বাজাজের সাথে যুক্ত হয়ে গাড়ি নিয়ে আসে তারা। সেসময় এন্ট্রি লেভেলের গাড়িই ছিল Kawasaki এর মূল মার্কেট। বর্তমানে অবশ্য জাপানি সংস্থাটির পরিচয় সুপারবাইকের কারণে। Kawasaki এর Ninja বাইকটি জনমানসে ব্যপক জনপ্রিয়। এবার খবর আসছে শীঘ্রই ভারতের বাজারে নতুন বাইক আনছে কোম্পানি।
Kawasaki Motors এর বেশিরভাগ আন্তর্জাতিক মডেল ভারতেও লঞ্চ করে কোম্পানি। যদিও সেখানে সময়ের ব্যবধান থাকে কিছুটা। কিন্তু সুপারবাইক নির্মাণে তাদের জুড়ি নেই। এবার খবর আসছে শীঘ্রই Eliminator বাইকটি ভারতের বাজারে লঞ্চ করতে পারে তারা। আর তাহলে বাইকের বাজারে বড়সড় পরিবর্তন আসতে পারে।
সম্প্রতি পাওয়া তথ্য অনুযায়ী Kawasaki তাদের Eliminator বাইকটি লঞ্চ করতে পারে। যদিও সংস্থাটির তরফে কোনো বয়ান সামনে আসেনি, কিন্তু কোম্পানির ট্র্যাক রেকর্ড থেকে তাই জানা যাচ্ছে। বর্তমানে নতুন Eliminator এ বেশ শক্তিশালী 650 সিসির Vulcan S ইঞ্জিন উপস্থিত রয়েছে।
650 সিসির Vulcan S এর সাথে ভারতের বাজারে বাইকটি লঞ্চ হলে তা Royal Enfield Super Meteor 650 এর সাথে জোর টক্কর দিতে পারে। কিন্তু ভারতে গাড়িটি অন্য ইঞ্জিনের সাথে আসতে পারে। জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবহৃত ইঞ্জিনের তুলনায় যা একেবারেই আলাদা হতে পারে।
জাপানে Eliminator বাইকটি 650 সিসির ইঞ্জিন পেলেও মার্কিন মুলুকে নতুন 451 সিসির ইঞ্জিন ব্যবহার করেছে Kawasaki। ভারতে নতুন ইঞ্জিনের পরিবর্তে Ninja 400 বাইকের 399 সিসির সিঙ্গল স্ট্রোক ইঞ্জিন ব্যবহার করতে পারে তারা। যদিও লঞ্চ হওয়ার আগে কোনো তথ্যই নিশ্চিৎ ভাবে বলা সম্ভব না। বিশেষজ্ঞদের ধারণা গাড়িটি ভারতে আসবেই, তবে সেটি কবে আসবে সেই নিয়ে এখনো কোন আপডেট পাওয়া যায়নি।