ইলেকট্রিক গাড়ি এবং বাইকের পর বড় পরিবর্তন এসেছে বাইকের বাজারেও। ধীরে ধীরে জ্বালানি চালিত বাইকের জায়গায় জনপ্রিয় হয়ে উঠছে বৈদ্যুতিক বাইকগুলো। কিন্তু এই বাজারের সেরা ই বাইক কোনগুলো? অর্থাৎ আপনার জন্য সেরা কোন গুলো দেখে নেওয়া যাক চলুন।
1. Revolt RV 400
এই বাইকের দাম 1.29 লক্ষ টাকা। 3.2 kWh এর ব্যাটারি একবার ফুল চার্জে 80 থেকে 150 কিমি মাইলেজ দেয়। সর্বোচ্চ 80kmph গতিতে ছুটতে সক্ষম Revolt RV 400।
2. Tork Kratos R
105 কিমির টপ স্পিড সহ 4 kWh এর ব্যাটারি মাত্র 4-5 ঘন্টাতেই ফুল চার্জ হয়। 1.92 লাখের এই বাইক একবার চার্জে মোট 170 কিমি অবধি ছুটতে সক্ষম।
3. Komaki Ranger
220 কিমি মাইলেজ এবং 80 কিমির টপ স্পিড রয়েছে Komaki Ranger বাইকে। 1.85 লক্ষ টাকা দামের সাথে বাইকটি মাত্র 5-6 ঘণ্টায় ফুল চার্জ হয়ে যায়।
4. Oben Rorr
99,999 টাকা দামের এই বাইকের ব্যাটারি ক্যাপাসিটি 4.4 kwh। 200 কিমির মাইলেজ সহ 100 কিমির টপ স্পিড রয়েছে বাইকটিতে। উল্লেখ্য যে, মাত্র 2 ঘন্টাতেই বাইকটি ফুল চার্জ হয়ে যায়।
5. Pure EV eTryst
85 কিমির টপ স্পিড এবং 140 কিমি মাইলেজ সহ মাত্র 6 ঘণ্টায় ফুল চার্জ হয়ে যায় Pure EV eTryst। 3.5 kWh এর ব্যাটারি প্যাক সহ ই বাইকটির দাম 1.55 লক্ষ টাকা।