Read In
Whatsapp
Bike News

বাড়িতে আনতে চান BMW-র দমদার বাইক? কত টাকা স্যালারি হলে কেনার কথা ভাববেন! দেখুন হিসেব

জার্মানির স্বনামধন্য কোম্পানি বিএমডব্লিউ এবার টু হুইলারের দুনিয়াতেও ধামাকা করেছে। দিনের পর দিন বেড়েই চলেছে বিএমডব্লিউ মোটোরাড (BMW Motorrad)-এর ব্যবসা। কিছুদিন আগেই সংস্থাটি একটি পরিসংখ্যান দিয়েছিল যাতে বলা ছিল যে, 2022 সালে মোট 7,282 ইউনিট টু হুইলার বিক্রি করেছে তারা। চলতি বছরেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করছে সংস্থা।

এখন আপনিও কি বিএমডব্লিউ বাইকের শৌখিন এবং এই দমদার বাইকটি ঘরে আনতে চান? তাহলে এই প্রতিবেদনটি অবশ্যই পড়ুন। কারণ আজ আমরা আলোচনা করব বিএমডব্লিউ বাইক ঘরে আনার জন্য আপনার স্যালারি কত হওয়া উচিত? বাইকের অনরোড প্রাইসের পাশাপাশি তার মেইনটেনেন্স খরচ কত সবটাই আলোচনা করব এই প্রতিবেদনে।

প্রথমেই বলি বিএমডব্লিউ-র এন্ট্রি লেভেলের বাইক G 310 RR এর কথা। এই বাইকটি বিএমডব্লিউ এবং টিভিএস মিলিত ভাবে তৈরি করেছে। বাইকটির প্রারম্ভিক দাম প্রায় 2 লক্ষ 85 হাজার টাকা (এক্স শোরুম)। আরটিও বাবদ খরচ পড়ে প্রায় 25 হাজার এবং গাড়ির ইন্সুরেন্স বাবদ খরচ পড়ে প্রায় 15 হাজার টাকা। সেই হিসেবে গাড়িটির অনরোড প্রাইস পড়ে 3 লক্ষ 25 হাজার টাকা।

এখন আপনি যদি 1 লক্ষ 25 হাজার টাকা ডাউন পেমেন্ট করেন এবং মোট 3 বছরের জন্য 11% শতাংশ সুদের হিসেবে 2 লক্ষ টাকার লোন নিয়ে নেন তাহলে আপনার মাসিক খরচ কত পড়বে? এক্ষেত্রে আপনার মাসিক ইএমআই পড়বে প্রায় 7 হাজার টাকা। এসবের পাশাপাশি জ্বালানি এবং বাকি মেইনটেনেন্স বাবদ 4 থেকে 5 হাজার টাকার খরচ ধরে রাখুন। অর্থাৎ সবে মিলিয়ে মাসিক 12 হাজার টাকার খরচ হবে। সেক্ষেত্রে এই গাড়িটি কেনার জন্য আপনার মাসিক বেতন হওয়া উচিত প্রায় 50 হাজার টাকা‌।

Back to top button