Royal Enfield সদ্যই তাদের RE Motoverse এ Shotgun Twin 650 মোটরসাইকেলের উন্মোচন করেছে। ববার-স্টাইলের এই মোটরসাইকেলটি মূলত তৈরী হয়েছে SG650 ধারণার উপর ভিত্তি করে। EICMA 2021-এ বাইকটির প্রথমবার প্রদর্শন হয়। তারপর থেকে একাধিকবার সম্পূর্ন নতুন মডেলের পরীক্ষণ চালিয়েছে Royal Enfield।
Shotgun Twin 650 বাইকটি আগামী বছর লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। 2024 সালের প্রথমদিকে বাইকটি বাজারে নিয়ে আসবে Royal Enfield। এদিকে তার আগে RE Motoverse ইভেন্টে বাইকটি প্রদর্শন করার সময় যে ইউনিটটি প্রদর্শন হয় সেটি 25টি হাতে-নির্মিত ইউনিটের মধ্যে একটি। আর এটি কয়েকজন ভাগ্যবানের কাছে যেতে পারে।
কিছু ভাগ্যবান গ্রাহক লাকি ড্রয়ে অংশগ্রহণ করে 4.25 লক্ষ টাকার এক্স শোরুম দামে কিনতে পারেন সেটিকে। 650 সিসি সেগমেন্টে RE এখন তিনটি মডেল অফার করে। টুইন-সিলিন্ডার ইঞ্জিন সমেত বাইকগুলো হলো ইন্টারসেপ্টর 650, কন্টিনেন্টাল জিটি এবং সর্বশেষ, সুপার মেটিওর 650। শটগান 650 এর সাথে 6 650-এর ঘনিষ্ঠ মিল রয়েছে।
তবে ক্রুজার মোটরসাইকেলের তুলনায় কিছু পরিবর্তন এসেছে। ছোট ফেন্ডার, হেডল্যাম্পের চারপাশে প্লাস্টিকের আবরণ, টার্ন ইন্ডিকেটরগুলির জন্য ভিন্ন ডিজাইন, ভিন্নভাবে ডিজাইন করা টিপস সহ ব্ল্যাক ফিনিশ এক্সহস্ট, ফ্ল্যাট হ্যান্ডেলবার, বার-এন্ড মিরর ইত্যাদি রয়েছে ডিজাইন হিসেবে। বাইকে একটি লম্বা আসন এবং মিড-সেট ফুট পেগ রয়েছে। যা সোজা রাইডিং পজিশন দেয়।
সাসপেনশন ডিউটির জন্য, বাইকে থাকছে ইনভার্টেড ফর্ক এবং পিছনে একটি ডুয়াল শক ইউনিট। ব্রেকিংয়ের জন্য উভয় প্রান্তেই ডিস্ক ব্রেক রয়েছে। যা সুপার মিটিওর বাইকেও ব্যবহার করা হয়েছে। রয়্যাল এনফিল্ড এখনও অবশ্য মোটরসাইকেলের স্পেসিফিকেশন প্রকাশ করেনি। তবে বাইকটি সম্ভবত পূর্ব পরিচিত 648cc, অয়েল/এয়ার-কুলড প্যারালাল-টুইন ইঞ্জিন ব্যবহার করবে।