আগামীতে জলদিই দেখা যাবে দুটি শক্তিশালী সুপার বাইক। 2023 শেষ হওয়ার আগেই লঞ্চ হচ্ছে Yamaha R3 এবং নতুন MT-03 বাইক। বাইকদুটি নিয়ে আলোচনা তো চলছিলই, এবার প্রকাশ্যে এল বাইকদুটি কবে লঞ্চ হচ্ছে। ইতিমধ্যেই বাইক দুটির ডিজাইন থেকে পাওয়ারট্রেন, সমস্ত কিছুই প্রকাশ পেয়েছে। এবার জানা গেল লঞ্চের তারিখ।
কবে লঞ্চ হচ্ছে R3 এবং MT-03?
দীর্ঘ অপেক্ষার পর, Yamaha নিশ্চিৎ করেছে যে তারা আগামী 15 ডিসেম্বর R3 এবং MT-03 লঞ্চ করবে। ইয়ামাহার ব্লু স্কয়ার ডিলারশিপের মাধ্যমে বিক্রি করা হবে এই মোটরসাইকেল। শীঘ্রই বাইক দুটির ডেলিভারিও শুরু করে দেবে তারা। খবর সামনে আসার পর থেকে কিছু ডিলারশিপ ইতিমধ্যেই অনানুষ্ঠানিকভাবে বুকিং গ্রহণ করা শুরু করেছে।
Yamaha R3 এবং MT-03 এর আগে Moto GP 2023 এ প্রদর্শন করা হয়। MotoGP চলাকালীনই বিষয়টি প্রথমবার জানা যায়। নতুন রূপে একাধিক ফিচারস সমেত শক্তিশালী ইঞ্জিনের সাথে কামব্যাক করছে Yamaha R3। বিশ্বজুড়েই দারুণ জনপ্রিয় এই বাইক। বাইকে থাকবে 321 সিসি BS6 ইঞ্জিন। যা 41.4 bhp bhp শক্তি এবং 29.6 Nm টর্ক উৎপন্ন করে।
Yamaha R3 এর সাথে বাজারে আসবে সেটির ন্যাকেড ভার্সন MT-03। যদিও ডিজাইন ছাড়া সেরকম কিছু ফারাক থাকবেনা বাইক দুটির মধ্যে। সম্প্রতি এই দুই বাইকের MotoGP এডিশনও লঞ্চ করেছে Yamaha। বাজারে অবশ্য এই দুই বাইককে জোর টক্কর দেবে Aprilia RS 457 এবং Kawasaki Ninja 300। এছাড়াও KTM RC 390 , 390 Duke , TVS Apache RR 310, TVS Apache RTR 310, BMW G 310 RR এবং BMW G 310 R এর সাথেও মোকাবিলা করবে Yamaha।