ক্রমবর্ধমান জ্বালানির দাম দেখে প্রতিটি অটোমোবাইল সেক্টরই এখন ইলেকট্রিক ভেহিকেলকেই ভবিষ্যৎ বলে ধরে নিয়েছে। এই যেমন সদ্যই একটি ইলেকট্রিক স্কুটার বানাচ্ছে ভারতের TVS Motor। সম্পূর্ণ নতুন ধাঁচে, নতুন রূপে আসছে এই স্কুটার। সূত্রের খবর, সদ্য লঞ্চ হওয়া BMW CE 02 কে অনুসরন করেই এই স্কুটারের ডিজাইন তৈরি করেছে TVS।
BMW CE 02 স্কুটারের বৈশিষ্ট্য : জানা যাচ্ছে 119 কেজি ওজনের এই ই-বাইকটি সর্বোচ্চ 45 কিমি প্রতি ঘণ্টা গতি তুলতে পারে। শক্তি ও মাইলেজের কথা বললে, এতে পেয়ে যাবেন সর্বাধিক 15 হর্সপাওয়ার এবং একক চার্জে 90 কিলোমিটার রেঞ্জ। উপরোক্ত বৈশিষ্ট্য সিঙ্গেল ব্যাটারি মডেলের। সিঙ্গেল ব্যাটারি এবং ডুয়াল ব্যাটারি—এই দুই ভার্সনেই উপলব্ধ রয়েছে স্কুটারটি।
ডুয়াল ব্যাটারি যুক্ত স্কুটারের ওজন প্রায় 132 কেজি এবং সর্বোচ্চ গতি 95 কিমি প্রতি ঘণ্টা। স্কুটারটিতে রয়েছে দুই রকমের চার্জার। একটি 0.9 kw (স্ট্যান্ডার্ড) আরেকটি 1.5 kw ফাস্ট চার্জার। পাশাপাশি রয়েছে, ডিস্ক ব্রেক এবং অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (ABS) যা সাধারণত মোটরসাইকেলে দেখা যায়। সাথে পেয়ে যাবেন, 3.5 ইঞ্চির TFT স্ক্রিন থাকছে যেখানে ব্যাটারি, চার্জিং সংক্রান্ত একাধিক তথ্য নজরে রাখা যাবে।
স্কুটারটিতে রয়েছে ব্লুটুথ কানেকশন। তারসাথে আরও পেয়ে যাবেন LED হেডলাইট। পাশাপাশি স্কুটারটিতে দেওয়া হয়েছে দু ধরণের রাইডিং মোড যেমন সার্ফ এবং ফ্লো। জানা যাচ্ছে, আগামী 23 অগাস্ট 2023 তারিখে বিশ্ব বাজারে এই স্কুটার লঞ্চ করবে TVS। মার্কেট প্রাইসের কথা বললে, ইউরোপে স্কুটারটি লঞ্চ করেছে ভারতীয় মুদ্রায় 6.52 লাখ টাকায়। ভারতে এই টাকার কতটা হেরফের হবে তা এখনই বলা যাচ্ছেনা।