TRENDS
Advertisement

শীঘ্রই মার্কেটে ঝড় তুলতে আসছে TVS-র Apache, দেখে নিন বাইকের খুঁটিনাটি

TVS কোম্পানির তরফে সদ্যই নিশ্চিৎ করা হয়েছে অ্যাপাচি (Apache) সিরিজের নতুন বাইক নিয়ে। আগামী বছরই লঞ্চ করা হতে পারে এই নতুন বাইকের সিরিজ। তবে এবার TVS আর কেবল 180CC এর…

Published By: Writer Desk | Published On:

TVS কোম্পানির তরফে সদ্যই নিশ্চিৎ করা হয়েছে অ্যাপাচি (Apache) সিরিজের নতুন বাইক নিয়ে। আগামী বছরই লঞ্চ করা হতে পারে এই নতুন বাইকের সিরিজ। তবে এবার TVS আর কেবল 180CC এর মধ্যে নিজেদের আটকে রাখতে চায়না, বরং তাদের এবার লক্ষ্য 250CC এর সেগমেন্ট। আর সেই সিরিজেই একসাথে তিন তিনটি বাইক লঞ্চ করতে পারে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

আসলে ধীরে ধীরে 250 CC অথবা তার ওপরের ক্যাটাগরির বাইকের চাহিদা বেড়েই চলেছে। সেই বাজারকেই দখলে রাখতে চাইছে TVS। আর তাই বাজারের দখল নিতে একসাথে তিন তিনটি বাইক নিয়ে হাজির হচ্ছে সংস্থাটি। এর আগেও কনসেপ্ট বাইকটি প্রদর্শন করে TVS। কিন্তু এবার আগামী বছর থেকেই রাস্তায় দেখা যেতে পারে বাইকটিকে।

TVS আপাতত নতুন পণ্য লঞ্চ করে 200 CC এর সেগমেন্টে নিজেদের বাজার তৈরী করার পরিকল্পনা করছে। সেজন্যই নতুন 200cc এবং 250cc এর বাইক নিয়ে আসছে TVS Motors। অবশ্য সেইসাথে কোম্পানি তাদের Apache সিরিজের লো এন্ড বাইক Apache 160 লঞ্চ করতে পারে।

তবে বাজারে নতুন পণ্য নিয়ে আসার আগে TVS এর তরফে দাবী করা হচ্ছে যে, সেরা গুণমানের না হলে তারা এই নতুন পণ্য লঞ্চ করবেনা মার্কেটে। এজন্য TVS এর তরফে R&D বাড়ানো হয়েছে 60% পর্যন্ত। নতুন পণ্যের বিকাশ এবং ডিজাইনের জন্য গবেষণা ও উন্নয়নে প্রচুর অর্থ ব্যয় করছে কোম্পানি।

উল্লেখ্য যে, বর্তমান সময়ে 250 থেকে 500CC এর সেগমেন্টের চাহিদা বহুখানি বেড়ে যাওয়ার ফলে সবাই এই সেগমেন্টে উপস্থিত থাকতে চাইছে। জার্মান কোম্পানি BMW Motorrrad-ও 250cc এবং 500cc ক্ষমতার মধ্যে নতুন বাইক তৈরি করছে সেকারণে। আর এই রেসে পিছিয়ে থাকতে চায়না TVS-ও।

About Author