বাজার দখলের লক্ষ্যে আরো একখানা নতুন বাইক নিয়ে হাজির TVS। দূর্দান্ত স্মার্ট ফিচারস সহ দারুণ মাইলেজ এবং দারুণ অভিজ্ঞতা, এটাই TVS এর নতুন বাইকের প্রতিশ্রুতি। অত্যাধুনিক SmartX Connect ফিচার সহ বাইকটি যে দামে লঞ্চ করেছে TVS তা এককথায় অনবদ্য। চলুন বাইকটি সম্পর্কে বিশদে জানাচ্ছি আপনাদের।
Apache বাইকের সাফল্যের পর সেই পদাঙ্ক অনুসরণ করে বাজারে Raider বাইক লঞ্চ করেছে TVS। একাধিক স্মার্ট ফিচারসের সাথে বাইকটি বেশ আলোড়ন ফেলেছে বাজারে। Raider এর নতুন 125 SmartXonnect মডেলটিতে রয়েছে আধুনিক সমস্ত সুবিধা। 5-ইঞ্চি TFT স্ক্রিনের মাধ্যমে আপনি স্মার্টফোনের সাথে বাইকটিকে কানেক্ট করে নিতে পারবেন। এরপর সেখানেই কল, এসএমএস, টার্ন বাই টার্ন নেভিগেশন, আবহাওয়ার মত ফিচারসের সুবিধা পাওয়া যাবে। স্মার্টফোনে আর হাতই দেওয়ার দরকার পড়বে না।
Raider 125 এর পাওয়ারট্রেনও বেশ শক্তিশালী। 124.8 সিসির ওয়ান সিলিন্ডার থ্রি ভালভ ইঞ্জিনটি এয়ার কুল প্রযুক্তির সাথে আসে। ইঞ্জিনটি 7,500 rpm এ সর্বোচ্চ 11.2 bhp শক্তি এবং 6,000 rpm এ 11.2 Nm পিক টর্ক তৈরি করতে সক্ষম। ফলে বেশ পাওয়ারফুল পারফরম্যান্স মিলবে সেই নিয়ে কোনো সন্দেহই নেই। Raider 125 এর ইঞ্জিন একটি 5 গতির গিয়ারবক্সের সাথে যুক্ত রয়েছে। যা মাত্র 5.9 সেকেন্ডেই 60 kmph গতি তুলতে সক্ষম।
এক্ষেত্রে উল্লেখ্য, গাড়িটি যেমন শক্তিশালী তেমনই দারুণ মাইলেজ দেয়। প্রতি লিটারে 67 কিলোমিটার ছুটতে সক্ষম Raider 125। গাড়িতে মোট দুইখানা মোড রয়েছে, এগুলো হলো ইকো মোড এবং দ্বিতীয়টি পাওয়ার মোড। প্রসঙ্গত, গাড়ির তেল ফুরিয়ে আসলেও আগে থেকেই জানতে পারবেন আপনি। এছাড়া নিজে থেকেই নিকটবর্তী পেট্রোল পাম্পে নিয়ে যাবে Raider 125। ফিচারপ্যাকড গাড়িটির এক্স শোরুম দাম রয়েছে 99,000 টাকা! এই দামে Raider 125 Honda Motors এর SP 125 কে জোর টক্কর দেবে।