TRENDS
Advertisement

হিরো এবং হোন্ডার মার্কেটে দখল নিতে আসছে নতুন TVS ফিয়েরো! বাইকে রয়েছে ধামাকাদার সব ফিচার্স

বাইকের বাজারে Honda এবং Hero’র আধিপত্য হঠাতে বড় উদ্যোগ নিয়েছে TVS। তাদের Apache সহ অন্যন্য গাড়ি সফল হলেও বাজারে এখনো হোন্ডা এবং হিরোর রমরমা বেশি। আর বাজারের ভাগ পেতে TVS…

Published By: Ritwik | Published On:

বাইকের বাজারে Honda এবং Hero’র আধিপত্য হঠাতে বড় উদ্যোগ নিয়েছে TVS। তাদের Apache সহ অন্যন্য গাড়ি সফল হলেও বাজারে এখনো হোন্ডা এবং হিরোর রমরমা বেশি। আর বাজারের ভাগ পেতে TVS সম্প্রতি নতুন Fiero 125 নিয়ে আসছে। একদম নয়া অবতারে আসতে চলেছে বাইকটি। জনপ্রিয় এই বাইকটিকে নয়া অবতারে লঞ্চ করতে পারে কোম্পানি।হিরো এবং হোন্ডার মার্কেটে দখল নিতে আসছে নতুন TVS ফিয়েরো! বাইকে রয়েছে ধামাকাদার সব ফিচার্স

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

জানা যাচ্ছে যে, ইতিমধ্যেই বাইকটিকে নিয়ে একটি ট্রেডমার্কও দায়ের করে তারা। নতুন এই বাইক সম্পর্কে নানান তথ্য সামনে এসেছে সম্প্রতি। এমনকি সম্ভাব্য দামও জানা গিয়েছে। তাহলে চলুন দেখা যাক TVS এর আসন্ন বাইকে কী কী সুবিধা থাকতে চলেছে।

TVS Fiero তে নতুন 125 সিসির ইঞ্জিন থাকছে। TVS এর তরফে গাড়িতে নতুন এয়ার-কুলড ইঞ্জিন দেওয়া হতে পারে। জানা যাচ্ছে নতুন ইঞ্জিনটি গাড়িকে 12bhp শক্তি যোগাবে। গাড়িতে একটি 5-স্পীড গিয়ারবক্স উপস্থিত থাকবে। যাত্রীদের নিরাপত্তার জন্য সেখানে ড্রাম ব্রেক এবং ডিস্ক ব্রেকের বিকল্প উপস্থিত থাকছে। এইতো গেল পাওয়ারট্রেনের কথা, সাথে গাড়িটির মাইলেজও দারুণ হতে পারে বলেই খবর।হিরো এবং হোন্ডার মার্কেটে দখল নিতে আসছে নতুন TVS ফিয়েরো! বাইকে রয়েছে ধামাকাদার সব ফিচার্স

উল্লেখ্য যে, TVS Fiero 125 গাড়িতে যে ইঞ্জিন থাকবে সেটি মোট 9.38 PS শক্তির সাথে 10.5 Nm টর্ক জেনারেট করতে পারে। আপাতত Fiero 125 সম্পর্কে এই তথ্যই সামনে এসেছে। অতিরিক্ত জানা না গেলেও TVS Motors-এর নতুন Fiero 125 লড়াই করবে Honda CB Shine, Honda SP 125, Hero Glamour, Splendor Plus এবং Bajaj Pulsar 125-এর সাথে। সেক্ষেত্রে অনেকের ধারণা গাড়িটির Ex-Showroom প্রাইস থাকতে পারে 70,000 টাকার মধ্যেই।

About Author