Read In
Whatsapp
Bike News

TVS নিয়ে আসছে একাধিক দুই চাকা, Adventure সিরিজের নতুন বাইক বাজার কাঁপাবে

TVS তাদের বৈদ্যুতিক এবং অ্যাডভেঞ্চার বাইক সেগমেন্টে বড় এবং সাহসী পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেছে। আগামী সময়ে এই ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনতে চলেছে কোম্পানি। আসলে TVS বর্তমানে ইলেকট্রিক টু-হুইলার বাজারে তার উপস্থিতি বাড়াতে প্রস্তুত। দুটি ই-স্কুটার ইতিমধ্যেই তাদের লাইনআপে রয়েছে।

TVS এর লক্ষ্য 5 থেকে 25 কিলোওয়াট ব্যাটারি ক্ষমতার মধ্যে টু-হুইলার নির্মাণ করা। কোম্পানির এই পদক্ষেপ ভারতীয় বাজারে বৈদ্যুতিক বাইক এবং স্কুটারের ক্রমবর্ধমান চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ। ইলেক্ট্রিক টু হুইলারের বাজারে এই পদক্ষেপ TVS-কে বড় পোর্টফোলিও দেয় যার ফলে গ্রাহকরাও লম্বা অপশন পেয়ে যান।

বর্তমানে বৈদ্যুতিক স্কুটারগুলোর যে লম্বা চাহিদা রয়েছে দেখে TVS নিজেদের iQube স্কুটারের উৎপাদন ক্ষমতা প্রতি মাসে 25000 ইউনিটে নিয়ে গিয়েছে। এছাড়া শীঘ্রই TVS X ই-স্কুটারের ডেলিভারীও শুরু করবে কোম্পানি। যার ফলে দেশের সাথে সাথে আন্তর্জাতিক বাজারেও বড় ছাপ ফেলবে তারা। উল্লেখ্য যে, EV পরিকাঠামো গড়ে তুলতেও সক্রিয় ভূমিকা নিয়েছে কোম্পানি।

এছাড়া বৈদ্যুতিক থ্রি-হুইলার বাজারে সম্ভাবনার ওপর ভিত্তি করে TVS একটি বৈদ্যুতিক থ্রি-হুইলারও তৈরি করছে। এক্ষেত্রে কোম্পানির লক্ষ্য টেকসই এবং দক্ষ যানবাহন তৈরি করা। যা পরিবহন সংক্রান্ত ক্ষেত্রে কাজে আসবে। একইসাথে TVS অ্যাডভেঞ্চার মোটরসাইকেল বিভাগে প্রবেশের জন্যও প্রস্তুত। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী “Apache RTX” নামটি ট্রেডমার্ক করেছে।

নতুন নাম বাইকটির নিয়ে জল্পনাকে আরো বাড়িয়ে দিয়েছে। Adventure সিরিজের ক্ষেত্রে TVS-BMW এর যৌথ উদ্যোগে তৈরি 313cc ইঞ্জিন এই বাইককে শক্তি যোগায়। নতুন বাইকটি বাজারে প্রতিযোগিতা চালাবে রয়্যাল এনফিল্ড হিমালয়ান 450, কেটিএম 390 অ্যাডভেঞ্চার এবং বিএমডব্লিউ জি 310 জিএস-এর সাথে।

Back to top button