আগামী সময়ে TVS দারুণ কিছু বাইক নিয়ে আসতে চলেছে বাজারে। যার মধ্যে রয়েছে বেশ কিছুই চমৎকার বাইকও। আগামী ২ থেকে ৩মাসের মধ্যে বাজারে আসবে সেগুলো। এদিকে কয়েকদিন আগেই টিজার থেকে স্পষ্ট হয়েছে ইলেক্ট্রিক গাড়িই আনছে তারা। স্পষ্টই যে, বৈদ্যুতিক গাড়ির বাজারে নিজেদের স্থান আরো শক্তিশালী করার জন্য পদক্ষেপ নিয়েছে তারা।
জানা যাচ্ছে এবার Creon ই-স্কুটার লঞ্চ করতে চলেছে TVS। যদিও আগে ইলেক্ট্রিক স্কুটার প্রদর্শন করেছে তারা, কিন্তু সেবার প্রদর্শনীতে দেখানো হয়েছিল। লিংক এবার সাড়ম্বরে বাজারে আসতে চলেছে তাদের নতুন ইলেক্ট্রিক স্কুটার ক্রেয়ন। সাথে Apache সিরিজের নতুন বাইক আসছে বলেও খবর। খবর মোতাবেক আসন্ন সময়ে TVS নিম্নোক্ত দুটি গাড়ি লঞ্চ করতে চলেছে।
1. TVS Creon Electric: আগামী 23 আগস্ট 2023 এ দুবাইতে আত্মপ্রকাশ করবে। iQube এর আরো একটি দূর্দান্ত পণ্য নিয়ে এসে তাক লাগিয়ে দিতে চায় TVS। এর ফলে বাজারে তাদের বিক্রি যেমন বাড়বে তেমনই অন্যান্য দেশেও ছড়িয়ে যেতে পারবে সংস্থাটি। তবে নতুন Creon যে একটি বড় ম্যাক্সি স্কুটার হবে এবং দূর্দান্ত পারফরম্যান্সের সাথে আসবে সেই বিষয়েও আলোচনা চলছে বাজারে। জানা যাচ্ছে Creon এর রেঞ্জ হতে পারে 150 কিলোমিটারেরও বেশি।
2. TVS Apache RTX 310: Apache সিরিজের আসন্ন গাড়িটি নিয়ে উন্মাদনা বহু বেশি। আগামী আগস্ট মাসে অথবা সেপ্টেম্বরের দিকে লঞ্চ হতে পারে Apache RTX 310। এটি আগের Apache RR 310 সুপারস্পোর্টেরই নতুনভাবে ডিজাইন করা একটি ভার্সন। আগের চেয়ে আরো বেশি স্পোর্টি লুকে আসতে চলেছে গাড়িটি। জানা যাচ্ছে 312সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন থাকবে। গাড়িটির সর্বোচ্চ ক্ষমতা থাকবে 34ps এর এবং 27.3 Nm এর পিক টর্ক উৎপন্ন হবে। উল্লেখ্য যে, ছয় গতির ট্রান্সমিশনের সাথে যুক্ত Apache RTX 310 এ ডুয়াল-চ্যানেল ABS সিস্টেম সহ TFT ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, টুইন এলইডি হেডল্যাম্প, এবং মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক থাকছে।