কয়েকদিন আগেই বাজারে নয়া বাইক এনেছে টিভিএস। Apache বাইকটির নতুন ভার্সন RTR 310 লঞ্চ করেছে কোম্পানি। আপনাদের জানিয়ে রাখি যে, 310 সিসি ইঞ্জিন সহ বাইক এই প্রথম নয়। এর আগে BMW এর সাথে জোট বেঁধে Apache RR 310 বাইক লঞ্চ করে TVS। একই ইঞ্জিনের সাথে এলেও কি পার্থক্য রয়েছে দুই বাইকে? চলুন দেখে নেওয়া যাক।
স্পোর্টস বাইকের বাজার বেড়ে চলেছে। আর এই বাজারে বড় অংশ দখল করতে হাজির সমস্ত কোম্পানি। TVS তাই দুটি নতুন মডেল RTR 310 এবং RR 310 লঞ্চ করেছে। দুই বাইকের কি পার্থক্য তাই জানাচ্ছি চলুন।
ইঞ্জিন
TVS Apache RR 310
এই বাইকে রয়েছে 312 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিনটি মোট 33.5 hp শক্তি এবং 27.3 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। 6 গতির ট্রান্সমিশন সহ বাইকটির সর্বোচ্চ গতি 160kmph।
TVS Apache RTR 310
TVS Apache RTR 310 বাইকে থাকছে একই 312 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। তবে এই ইঞ্জিন একটু বেশি শক্তিশালী। ইঞ্জিনের সর্বোচ্চ ক্ষমতা 35.08 hp আর সেটি মোট 28.7 Nm টর্ক উৎপন্ন করে। RTR 310 বাইকের সর্বোচ্চ গতি রয়েছে 150 kmph।
ফিচার্স
ফিচারসের দিক দিয়েও সেরকম কোনো পরিবর্তন নেই। RTR 310 এবং RR 310 দুই বাইকেই রয়েছে ডিস্ক ব্রেক এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (ABS)। দুই বাইকেই সামনে এবং পিছনে 17 ইঞ্চির টায়ার রয়েছে। এছাড়া ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, মোবাইল ফোন কানেক্টিভিটি, গিয়ার ইন্ডিকেটর এবং জিপিএস ও নেভিগেশন সবই রয়েছে এই দুই বাইকে।
দাম
TVS Apache RR 310
বাইকের এক্স শোরুম দাম রয়েছে 2.71 লক্ষ টাকা। এটি দুটি রঙের সাথে উপলব্ধ।
TVS Apache RTR 310
RTR 310 এর দাম শুরু হচ্ছে 2.42 লক্ষ টাকা থেকে।