TRENDS
Advertisement

Triumph, Yamaha থেকে Royal Enfield, ‘এক সে এক’ ধাসু বাইক আনছে বিভিন্ন কোম্পানি! কেনার থাকলে দেখুন খুঁটিনাটি

একগুচ্ছ বাইক নিয়ে আসছে একাধিক কোম্পানি, লম্বা তালিকা দেখে নিন

Published By: Ritwik | Published On:

কিছু সময় আগে ভারতে সবচেয়ে বেশী বিক্রি থেকে শুরু করে আলোচনা এই সমস্ত কিছুই আবর্তিত হয়েছে 125 সিসি থেকে 160 সিসির বাইক নিয়ে। কিন্তু বর্তমানে সেখানে বিরাট পরিবর্তন এসেছে। 300 থেকে 350 সিসির সেগমেন্ট অধিক জনপ্রিয় হয়ে ওঠেছে। রয়্যাল এনফিল্ডের সাথে নানান কোম্পানি তাদের বাইক লঞ্চ করে বাজার দখলের চেষ্টা চালাচ্ছে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Triumph, Yamaha থেকে Royal Enfield, ‘এক সে এক' ধাসু বাইক আনছে বিভিন্ন কোম্পানি! কেনার থাকলে দেখুন খুঁটিনাটিবর্তমানে ভারতে 300 থেকে 350 সিসির বাইক বিক্রি হচ্ছে হটকেকের মতো। স্পোর্টস থেকে ক্রুজার অথবা অ্যাডভেনচার সিরিজের বাইক, সমস্ত কিছুই 350 সিসির সেগমেন্টে লঞ্চ হচ্ছে। আর একই ধরা বজায় রেখে আসন্ন সময়ে 5টি বাইক আসতে চলেছে। দেখুন তালিকায় রয়েছে কোন কোন বাইকগুলো।

1. Royal Enfield Himalayan 450: Triumph, Yamaha থেকে Royal Enfield, ‘এক সে এক' ধাসু বাইক আনছে বিভিন্ন কোম্পানি! কেনার থাকলে দেখুন খুঁটিনাটি নভেম্বরের শুরুতে আসতে পারে নতুন হিমালয়ান বাইকটি। 450 সিসির J সিরিজের লিকুইড কুল ইঞ্জিন মোট 40 PS শক্তি এবং 46Nm হয় টর্ক উৎপন্ন করে। সার্কুলার ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল সহ আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক, মনোশক রিয়ার সাসপেনশন, ডুয়াল-চ্যানেল ABS সিস্টেম ইত্যাদির মতো ফিচারসের সুবিধা পাওয়া যায় এখানে।

2. Aprilia RS 457: Triumph, Yamaha থেকে Royal Enfield, ‘এক সে এক' ধাসু বাইক আনছে বিভিন্ন কোম্পানি! কেনার থাকলে দেখুন খুঁটিনাটি ভারতে সদ্যই লঞ্চ হয়েছে নতুন Aprilia বাইকটি। আপাতত KTM এর বাজারই লক্ষ্য কোম্পানির। কিন্তু একইসাথে Kawasaki Ninja, Yamaha R3 ইত্যাদির মতো বাইকের বাজারেও বড় প্রভাব ফেলবে Aprilia RS 457। বাইকটির দাম থাকতে পারে 5 লক্ষ টাকার আশেপাশে।

3. Triumph Scrambler 400X: Triumph, Yamaha থেকে Royal Enfield, ‘এক সে এক' ধাসু বাইক আনছে বিভিন্ন কোম্পানি! কেনার থাকলে দেখুন খুঁটিনাটি
Triumph Speed 400 বাইকটি ইতিমধ্যেই বাজারে এসেছে। এবার সেটির Scrambler ভার্সনের জন্য অধীর অপেক্ষা চলছে। জানা যাচ্ছে যে, 398 সিসির লিকুইড লুক ইঞ্জিন সমেত Triumph Scrambler 400X আসছে। গাড়িটির ইঞ্জিন মোট 40PS শক্তি এবং 37.5Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। অফ রোডিং ক্যাপাবিলিটির সাথে বাজারে আসে বাইকটি।

4.Yamaha R3 এবং MT 03: Triumph, Yamaha থেকে Royal Enfield, ‘এক সে এক' ধাসু বাইক আনছে বিভিন্ন কোম্পানি! কেনার থাকলে দেখুন খুঁটিনাটি কয়েক মাস আগেই প্রদর্শন করা হয় বাইকদুটিকে। সেখান থেকে জানা যায় যে, 321 সিসির প্যারালাল টুইন সিলিন্ডার লিকুইড-কুলড ইঞ্জিনের সাথে আসবে বাইকটি। যা মোট 40 PS শক্তি এবং 29.4Nm পিক টর্ক উৎপন্ন করে। এলইডি আলো, ডুয়াল-চ্যানেল ABS, ডিজিটাল ক্লাস্টার সমেত বাজারে আসে বাইকটি।

5. New-gen KTM 390 Duke: Triumph, Yamaha থেকে Royal Enfield, ‘এক সে এক' ধাসু বাইক আনছে বিভিন্ন কোম্পানি! কেনার থাকলে দেখুন খুঁটিনাটিশীঘ্রই KTM এর 390 Duke বাজারে আসছে। অবশ্য শুধু 390 নয়, সাথে 125 এবং 250 Duke ও লঞ্চ হয়েছে। কয়েক সপ্তাহ আগেই সারাবিশ্বে বাইকটির লঞ্চ হয়েছে। আশা করা যাচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই গ্রাহকদের হাতে চলে আসবে নতুন বাইকটি।

About Author