বৈদ্যুতিক গাড়ি এবং স্কুটারের চাহিদা যেমন বেড়েছে তেমনি দারুণ দারুন সমস্ত যানবাহন এসেছে। যদিও বৈদ্যুতিক বাইকের বাজার কিছুটা হলেও ম্রিয়মাণ। কিন্তু ভারতীয় এক কোম্পানি সম্প্রতি রেকর্ড গড়েছে। একটি মাত্র রাইডেই বাইকটি মোট 6727 কিমি ছুটে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এবং এশিয়া বুক অফ রেকর্ডসে নিজেদের নাম নথিভুক্ত করেছে।
আল্ট্রাভায়োলেট এর তরফে জানানো হয়েছে যে, তাদের F77 বাইকটি মাত্র 22 দিনেই এই কৃতিত্ব অর্জন করেছে। মোট 6,727 কিলোমিটার ভ্রমণ করে EV এর ইতিহাসে রেকর্ড গড়েছে বাইকটি। উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক মোটরসাইকেলটি এখন বৈদ্যুতিক বাইকের বাজারে নতুন মানদণ্ড স্থাপন করেছে। বাইকটির যাত্রাপথও ছিল বেশ দুর্গম। চলুন দেখে নেওয়া যাক কতদূর এবং কেমন পথ অতিক্রম করেছে বাইকটি।
উত্তেজনাপূর্ণ যাত্রাটি করেন বালা মণিকন্দন। চেন্নাইতে আল্ট্রাভায়োলেট F77 এর প্রথম গ্রহণকারীদের একজন ছিলেন। বাইকটির যাত্রা শুরু হয় 2023 সালের 21 মে। চেন্নাই থেকে যাত্রা শুরু করে খারাপ আবহাওয়া থেকে বিভিন্ন দুর্গম পথ এবং 14টি রাজ্যের বিভিন্ন এলাকার মধ্য দিয়ে 6727 কিমি পথ অতিক্রম করে। শেষপর্যন্ত 12 জুন বেঙ্গালুরুতে যাত্রা শেষ হয়।
যাত্রাপথে বাইকটি 45 ডিগ্রির তাপমাত্রায় থেকে মাইনাস পনেরো(-15) ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলতে থাকে। যাত্রার সময়ে বাইকে আবার অতিরিক্ত 55 কেজি লোডও ছিল। তারপরেও এই পথ অতিক্রম করতে কোনো সমস্যা হয়নি। একইসাথে মোট 270 লিটার পেট্রোলও সাশ্রয় করেছে বাইকটি। 96 টাকা প্রতি লিটার হিসেব করলেও খরচ হয় 270×96 অর্থাৎ 25,920 টাকা। 100 টাকা লিটার হিসেব করলে অংক পৌঁছায় 27,000 টাকায়।
জ্বালানিরর জন্য যেমন সঞ্চয় হয়েছে, তেমনই 640 কেজি দূষণ থেকেও মুক্ত করেছে। Ultraviolet F77 এ আপনি 10.3 kWh ক্ষমতার ব্যাটারি প্যাক দেখতে পাবেন যা ভারতের প্রায় কোনো বৈদ্যুতিক টু-হুইলারেই নেই। বাইকটির বাজারে দাম রয়েছে 3.8 লক্ষ টাকা। উল্লেখ্য যে, একবার ফুল চার্জে 307 কিমি ছুটতে পারে Ultraviolet F77।