TRENDS
Advertisement

তরুণ বাইকারদের কথা ভেবে তুখোড় ই-বাইক আনলো এই সংস্থা, এক চার্জে দৌড়াবে 100 কিমি

999 টাকায় বুক করলেই স্বাধীনতা দিবসের দিন হাতে পেয়ে যাবেন টর্ক মোটরসের বাইকটি

Published By: Ritwik | Published On:

পুনে ভিত্তিক ইলেকট্রিক টু-হুইলার স্টার্টআপ কোম্পানি টর্ক মোটরস (Tork Motors) তাদের লাইনআপে একটি নতুন মডেল নিয়ে এসেছে। নতুন এই মডেলের নাম টর্ক ক্রাটোস আরবান (Tork Kratos Urban)। এটি Kratos R মডেলের অধীনে আসে। বেস মডেল হিসেবে Urban গাড়িটিকে বিক্রি করবে তর্ক। তরুণ বাইকারদের কথা ভেবে তুখোড় ই-বাইক আনলো এই সংস্থা, এক চার্জে দৌড়াবে 100 কিমি

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

বেস মডেল হলেও কর্মক্ষমতা এবং পরিসর নিয়ে সন্দেহের অবকাশ রাখা উচিৎ নয়। ডিজাইনও মারাত্নক করেছে কোম্পানি। 1,67,499 টাকা এক্স-শোরুম মূল্যর সাথে গাড়িটি নিয়ে এসেছে কোম্পানি। মাত্র 999 টাকা দিয়েই গাড়িটি বুক করতে পারবেন আপনি। আগামী 15 আগস্ট থেকে সেটির ডেলিভারী শুরু করবে কোম্পানি। তরুণ বাইকারদের কথা ভেবে তুখোড় ই-বাইক আনলো এই সংস্থা, এক চার্জে দৌড়াবে 100 কিমি

যদিও বৈদ্যুতিক গাড়ির FAME II ভর্তুকি বন্ধ হওয়ার তবে সামাল দেওয়ার জন্য বিভিন্ন ইলেকট্রিক টু-হুইলার কোম্পানি সস্তায় গাড়ি লঞ্চ করছে। Ola, Ather এর মতো কোম্পানিগুলিও তাদের পোর্টফোলিওতে সস্তা মডেলগুলি অন্তর্ভুক্ত করেছে। Tork Motors ও একই পথে হেঁটেছে। আর সেকারণেই Urban মডেলটি বাজারে এসেছে। তরুণ বাইকারদের কথা ভেবে তুখোড় ই-বাইক আনলো এই সংস্থা, এক চার্জে দৌড়াবে 100 কিমি

তরুণ বাইকারদের কথা ভেবে তুখোড় ই-বাইক আনলো এই সংস্থা, এক চার্জে দৌড়াবে 100 কিমিTork Kratos Urban গাড়িতে আপনি ‘অ্যাক্সিয়াল ফ্লাক্স’ মোটর সহ 4.0 kWh এর Li-ion ব্যাটারি পেয়ে যাবেন। শহরাঞ্চলে প্রতিদিন ব্যবহারের জন্য 100 কিমি রেঞ্জ সহ সর্বোচ্চ 70 কিমি/ঘন্টা গতিতে ছুটতে পারে গাড়িটি। সংস্থাটির মালিক গাড়িটির সম্পর্কে বলতে গিয়ে জানিয়েছেন যে, সেখানে মাল্টি-রাইড মোড, ফাস্ট চার্জিং, ইন-অ্যাপ নেভিগেশন, ব্লুটুথের মাধ্যমে লাইভ ড্যাশবোর্ড অ্যাক্সেস সহ অত্যাধুনিক সমস্ত ফিচারস মজুদ রয়েছে।

About Author