কলেজ এবং ছাত্রছাত্রীদের মাঝে বেশ জনপ্রিয় বিভিন্ন স্কুটারগুলো। ব্যবহার সহজ হওয়ার পাশপাশি স্টাইলিং এবং দামও সাধ্যের মধ্যে হওয়ার কারণেই জনপ্রিয়তা বেড়েছে গাড়িগুলোর। কিন্তু জানেন কি ভারতের বাজারে সেরা 5 স্কুটার কোনগুলো?
1) TVS Ntorq 125
দাম : 84,536 টাকা থেকে 1.04 লক্ষ টাকা
TVS Ntorq 125 জনপ্রিয় স্কুটারগুলির মধ্যে একটি। স্পোর্টি লুক এবং হাই টেক ফিচারের কারনেই বেশী বিখ্যাত Ntorq। গাড়িতে 124.8 সিসির শক্তিশালী ইঞ্জিন 9.2 bhp শক্তি এবং 10.5 Nm পিক টর্ক তৈরি করে।
2) Suzuki Access 125
দাম : 79,400 টাকা থেকে 89,500 টাকা
Suzuki Access 125 গাড়িটিও দারুণ। এখানেও 124 সিসির ইঞ্জিন রয়েছে যা 8.5 bhp শক্তি এবং 10 Nm পিক টর্ক উৎপন্ন করে। নো ননসেন্স ডিজাইনের সাথে আসে স্কুটারটি।
3) Honda Dio 125
দাম : 83,400 টাকা থেকে 91,300 টাকা
নতুন Honda দিও 125 হল ভারতীয় বাজারে Honda-এর লেটেস্ট মডার্ণ স্কুটার। গাড়িটির এক্স-শোরুমের দাম রয়েছে 83,400 টাকা থেকে 91,300 টাকা পর্যন্ত। Dio 125 গাড়িতে 123.97 সিসির সিঙ্গেল-সিলিন্ডার এয়ার-কুলড, ফুয়েল-ইনজেক্টেড ইঞ্জিন রয়েছে 8.19 bhp শক্তি এবং 10.4 Nm পিক টর্ক উৎপন্ন করে।
4) Yamaha Fascino 125
দাম : 79,100 টাকা থেকে 92,830 টাকা
Yanaha এর এই স্কুটার মানুষের মধ্যে বেশ বিখ্যাত হয়ে ওঠেছে। হাল্কা ওজনের স্কুটারটি 125 সিসির ইঞ্জিনের সাথে আসে। এখানেও 8.04 bhp এবং 10.3Nm এর পিক টর্ক তৈরী হয়।
5) Vespa Dual ভেসপা ডুয়াল
দাম: 1.32 লক্ষ থেকে 1.37 লক্ষ টাকা
এই স্কুটারের দাম ওপরোক্ত স্কুটারের থ্রির একটু বেশী। ভ্যারিয়েন্ট অনুযায়ী গাড়িটির দাম শুরু হয় 1.32 লক্ষ টাকা থেকে যা শেষ হয় 1.37 লক্ষে। গাড়িতে 124.45 সিসির ইঞ্জিনটি 9.8 bhp শক্তি এবং 9.6 Nm টর্ক উৎপন্ন করে।