TRENDS
Advertisement

ছোট প্যাকেট বড় ধামাকা! বাজার কাঁপাচ্ছে এই ৪ ই-স্কুটার, ঝটপট দেখে নিন তালিকা

কম বাজেটে দূর্দান্ত মডেল, বাজার কাঁপাচ্ছে এই চার মডেল

Published By: Ritwik | Published On:

ক্রমবর্ধমান জ্বালানির দাম বাইকপ্রেমীদের কাছে এক দুশ্চিন্তার বিষয়। সেই সাথে পরিবেশগত উদ্বেগও আছে। যে কারণে আজকাল কমবেশি সকলেই বৈদ্যুতিক যানবাহনের প্রতি বেশি আগ্রহী হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে আপনিও কি কোনও ভালো ইভি টু হুইলারের সন্ধানে আছেন? তাহলে বছর শেষে রইল কিছু নয়া যানবাহনের সন্ধান।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Ola S1 X : 2023 এর অগাস্টের দিকে Ola ভারতে তার নতুন গাড়ি লঞ্চ করেছে যার নাম S1 X। এর সবচেয়ে কম ব্যয়বহুল 2kWh ভেরিয়েন্টের দাম শুরু হয় 90,000 টাকা (এক্স-শোরুম) থেকে। রেঞ্জ-টপিং S1 X+ নিলেও একইরকম দাম পড়বে। তবে 31 ডিসেম্বর, 2023 এর আগে নিলে আরও 20,000 টাকা অতিরিক্ত ছাড় পাবেন।

Ather 450S : আপডেটেড 450X এর পাশাপাশি লঞ্চ হয়েছে নতুন Ather 450S। এটি হল 450 লাইনআপের এন্ট্রি-লেভেল স্কুটার। 1.30 লক্ষ টাকার এক্স-শোরুম মূল্য সহ, 450S হল Ather-এর লাইনআপের মধ্যে সবচেয়ে সাশ্রয়ী মডেল৷

ছোট প্যাকেট বড় ধামাকা! বাজার কাঁপাচ্ছে এই ৪ ই-স্কুটার, ঝটপট দেখে নিন তালিকা

Bajaj Chetak Urbane : সাশ্রয়ী মূল্যে দূর্দান্ত পারফরম্যান্স পেতে হলে Bajaj Chetak Urbane এর চেয়ে ভালো কিছু হয়না। বাইকটির স্ট্যান্ডার্ড সংস্করণটির দাম প্রায় 1.15 লক্ষ টাকা (এক্স শোরুম)।

Ultraviolette F77 Space Edition : আল্ট্রাভায়োলেট F77 স্পেস এডিশন একটি 10.3kWh প্যাক দ্বারা চালিত হয়। সংস্থাটির দাবি, F77 স্পেস সংস্করণ মাত্র 2.9 সেকেন্ডের মধ্যে 100 কিমি/ঘণ্টা পর্যন্ত পৌঁছাতে পারে এবং এই গাড়ির স্পিড প্রায় 152 কিমি/ঘণ্টা।

About Author