TRENDS
Advertisement

4 ঘন্টা চার্জ দিলে দৌড়াবে 96 কিমি! ফিচার্সে ঠাসা এই তিন চাকার সাইকেল, দাম কত?

ফুল চার্জে গাড়িটি ছুটবে 96 কিমি, তিন চাকার এই বাইকে থাকছে একগুচ্ছ নতুন ফিচারস!

Published By: Ritwik | Published On:

ধীরে ধীরে বাড়ছে ইলেক্ট্রিক বাইকের চল। চাহিদা বাড়ার কারণে নানান নতুন উদ্ভাবন হয়েছে সেখানে। আর তাই একগুচ্ছ নতুন নতুন বাইক দেখা যাচ্ছে। তবে সাধারণত সমস্ত বাইক দুই চাকার সাথেই আসে। কিন্তু এবার নতুন যে ইলেক্ট্রিক বাইকটি বাজারে এসেছে সেখানে তিন চাকার সু-ব্যবস্থা রয়েছে। উল্লেখ্য, বাইকটিতে চালকের হেলান দেওয়ার সুব্যবস্থাও করা হয়েছে!4 ঘন্টা চার্জ দিলে দৌড়াবে 96 কিমি! ফিচার্সে ঠাসা এই তিন চাকার সাইকেল, দাম কত?

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

নতুন এই ইলেক্ট্রিক বাইকটি যেমন চিত্তাকর্ষক দেখতে তেমনই আধুনিক ফিচারস রয়েছে সেখানে। বাইকটির নাম Lectric XP Trike। তিন চাকার এই বাইকে শক্তিশালী 48V, 14Ah ব্যাটারি প্যাক রয়েছে যা একবার চার্জে 96 কিমি ছুটতে পারে। এছাড়া চার্জিংয়ের জন্য মোট সময় লাগবে 4 থেকে 6 ঘণ্টা।

বাইকে থাকা 500 Watt এর মোটর সর্বোচ্চ 22 কিমি/ঘণ্টা বেগে ছুটতে পারে। 5 লেভেল প্যাডেল অ্যাসিস্টের সাথে বাইকটি যেকোন রাস্তায় মসৃণ রাইডিং এক্সপেরিয়েন্স দেয়। প্যাডেল অ্যাসিস্টের সেন্সরও রয়েছে সেখানে বাইকটির মোট ওজন রয়েছে 28 কেজি। সুরক্ষার জন্য বাইকের সামনে ও পিছনে হাইড্রলিক ডিস্ক ব্রেকের সুবিধা পাওয়া যায়।4 ঘন্টা চার্জ দিলে দৌড়াবে 96 কিমি! ফিচার্সে ঠাসা এই তিন চাকার সাইকেল, দাম কত?

এখানে জানিয়ে রাখি যে, Lectric XP তে যে ব্যাটারি রয়েছে সেটি রিমুভেবেল। অর্থাৎ আপনার যদি অধিক রেঞ্জের প্রয়োজন পড়ে তাহলে আপনি এক্সট্রা ব্যাটারি নিয়ে বেরিয়ে পড়তে পারেন। মোট 28 কেজি ওজনের বাইকটি চালকদের বেশ মসৃণ অভিজ্ঞতা দেবে। সর্বোচ্চ 188 কেজি পর্যন্ত ওজন পরিবহন করতে পারেন আপনি। বাইকটিতে IP67 রেটিংও রয়েছে, যা আপনার বাইককে জল এবং ধুলো-বালি থেকে নিরাপদে রাখবে।

4 ঘন্টা চার্জ দিলে দৌড়াবে 96 কিমি! ফিচার্সে ঠাসা এই তিন চাকার সাইকেল, দাম কত?এখানেই শেষ নয়। বাইকে পাবেন একটি LCD ডিসপ্লে যেখানে ব্যাটারি ইউসেজ সংক্রান্ত তথ্য জানা যাবে। বাইকটি IP67 রেটিং প্রাপ্ত। যা জল এবং ধুলো-বালি থেকে নিরাপদ রাখবে। ভালো দৃশ্যমান্যতার জন্য বাইকের সামনে ও পিছনে রয়েছে বিশেষ লাইটিংয়ের ব্যবস্থা। আর এত ফিচার প্যাকড বাইকটির দাম রয়েছে 1499 ডলার। একটিমাত্র গ্রাফাইট রংয়েই উপলব্ধ রয়েছে সেটি।

About Author