উৎসবের মরশুমে সমস্ত ব্র্যান্ড বেশ অফার দিচ্ছে। দীপাবলির শুভ মুহূর্তে TVS ও পিছিয়ে থাকতে চায়না। সম্প্রতি TVS তাদের Ronin বাইকের স্পেশ্যাল এডিশন লঞ্চ করেছে। একদম রয়্যাল লুক নিয়ে হাজির হয়েছে বাইকটি। কি আপডেট এসেছে Ronin এ চলুন দেখে নেওয়া যাক।
TVS Motor সম্প্রতি তাদের লেটেস্ট Ronin-এর একটি নতুন সংস্করণ উন্মোচন করেছে। 1 লক্ষ 72 হাজার 700 টাকা এক্স-শোরুম দামের সাথে বাজারে লঞ্চ হয়েছে বাইকটি। Ronin এর স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টের সাথে তুলনা করলে দেখা যায় যে, নতুন ভার্সনে অনেক অ্যাড অন হয়েছে। এছাড়া নতুন গ্রাফিক ডিজাইনও যুক্ত হয়েছে সেখানে।
নতুন গ্রাফিক্সের সাথে সাথে মোটরসাইকেলে একটি ‘R’ লোগো প্যাটার্নও যুক্ত হয়েছে। বাইকটির হুইল রিম ‘TVS Ronin’ এর ব্র্যান্ডিং প্রদর্শন করে। হেডল্যাম্প বেজেল সহ গাড়ির নীচের অংশটি কালো রঙে রাঙানো। অ্যাড-অন হিসেবে থাকবে একটি USB চার্জার, ফ্লাইস্ক্রিন এবং একটি বিশেষভাবে ডিজাইনড EFI কভার।
Ronin বাইকে একটি ফুল-এলইডি লাইটিং সেটআপ, TVS SmartXonnect ব্লুটুথ মডিউল সহ একটি অফ-সেট এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, দুটি ABS মোড (রেইন এবং রোড), একটি স্লিপার ক্লাচ এবং গ্লাইড থ্রু টেকনোলজি নিয়ে গর্বিত।
বাইকে রয়েছে 225.9cc সিঙ্গেল-সিলিন্ডার, অয়েল-কুলড ইঞ্জিন। Ronin এর ইঞ্জিন 7,750rpm-এ সর্বাধিক 20.2 bhp শক্তি এবং 3,750rpm-এ 19.93 Nm পিক টর্ক উৎপন্ন করে। যা 5 গতির গিয়ারবক্সের সাথে যুক্ত।