Read In
Whatsapp
Bike News

দীপাবলিতে বাইকের বাজার মাত করবে এই বাইক, রেট্রো স্টাইলের বাইকের ভরপুর আনন্দ দেবে এটি

সদ্যই নতুন বাইকের ঘোষণা করেছে Jawa Yezdi। লেটেস্ট BS-6 স্টেজ-2 স্ট্যান্ডার্ড মেনেই ইঞ্জিনে পরিবর্তন এনেছে কোম্পানি। রাইডারদের সুবিধার জন্য সেখানে একগুচ্ছ নতুন আপডেট এসেছে। নতুন চমক নিয়েই বাজারে ফিরছে Jawa বাইকটি। তাহলে প্রতিযোগিতায় কেমন অবস্থানে রয়েছে দেখে নেওয়া যাক চলুন।

ইঞ্জিন : নতুন Jawa 42 বাইকে থাকছে 294.72 সিসির সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড ইঞ্জিন। সেটি সর্বোচ্চ 29.65 bhp এবং 26.84Nm টর্ক তৈরি করতে সক্ষম। এই ইঞ্জিন মোট 140 কিমির টপ স্পিড দেয় বাইকটিকে। আরামে চালানোর জন্য থাকবে স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ। এই ইঞ্জিন মোট 32 কিমি মাইলেজ দেয়।

ফিচারস : ব্রেকিং সাসপেনশনে পরিবর্তন এলেও নতুন কি ফিচারস যোগ হচ্ছে তা এখনো তেমন কিছু জানা যায়নি। তবে Jawa Bobber 42 তে মাল্টি স্পোক অ্যালয় হুইল গাড়িটির লুক অনেকখানি বাড়িয়ে দেয়। ব্রেকিংয়ের জন্য দুই চাকাতেই ডিস্ক ব্রেক ও ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে।

দাম : Jawa 42 Bobber বাইকটির এক্স শোরুম দাম রয়েছে 2.13 লক্ষ টাকা। উল্লেখ্য যে, বাইকটি ঠিক কবে লঞ্চ হচ্ছে সেই সম্বন্ধে কিছুই জানা যায়নি।

Back to top button