TRENDS
Advertisement

এই ৫ বাইক দুর্দান্ত হতে পারে আপনার জন্য, কম দামেই নিয়ে যান ঝাক্কাস মোটরসাইকেল

পেট্রোল ভরে ভরে ক্লান্ত আপনিও? এবার ভাবছেন বৈদ্যুতিক বাইক অথবা ই-স্কুটারই শ্রেয়? তাহলে আপনাদের জন্য কিছু বাইক নিয়ে এসেছি যা দুর্দান্ত মাইলেজ দেয়। নিচের এই বাইকগুলো একবার ফুল ট্যাংকি করলে…

Published By: Ritwik | Published On:

পেট্রোল ভরে ভরে ক্লান্ত আপনিও? এবার ভাবছেন বৈদ্যুতিক বাইক অথবা ই-স্কুটারই শ্রেয়? তাহলে আপনাদের জন্য কিছু বাইক নিয়ে এসেছি যা দুর্দান্ত মাইলেজ দেয়। নিচের এই বাইকগুলো একবার ফুল ট্যাংকি করলে চলবে সারা মাস!

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Hero HF 100: এই ৫ বাইক দুর্দান্ত হতে পারে আপনার জন্য, কম দামেই নিয়ে যান ঝাক্কাস মোটরসাইকেল Hero এর এই বাইকে রয়েছে দারুণ মাইলেজ। 97 সিসির ইঞ্জিন মোট 8 hp শক্তি এবং 8.05 Nm টর্ক উৎপন্ন করে। 4 গতির গিয়ারবক্স সহ বাইকের মাইলেজ রয়েছে 83 kmpl। Splendor Plus এর এক্স শোরুম দাম 59,018 টাকা।

Hero HF Deluxe: এই ৫ বাইক দুর্দান্ত হতে পারে আপনার জন্য, কম দামেই নিয়ে যান ঝাক্কাস মোটরসাইকেল Hero এর আরেকটি সেরা বাইক HF Deluxe। হাল্কা ওজনের বাইক যেমন 83 কিমি মাইলেজ দেয় তেমনই সহজলভ্য 61,620 থেকে 68,768 টাকা এক্স শোরুম দামে বাইকগুলো কিনতে পারেন আপনি। উল্লেখ্য HF Deluxe এ 97 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে।

TVS Radeon: এই ৫ বাইক দুর্দান্ত হতে পারে আপনার জন্য, কম দামেই নিয়ে যান ঝাক্কাস মোটরসাইকেল TVS বাইকটির এক্স শোরুম দাম শুরু হচ্ছে 62,405 টাকা থেকে। 73.68 কিমি/লি মাইলেজ সহ TVS বাইকটি সস্তায় দারুণ একটি অপশন। বাইকটির স্টাইল ও ডিজাইন ল্যাঙ্গুয়েজ যেমন দারুণ তেমনই 70 কিমির বেশী মাইলেজ থাকার কারণে মধ্যবিত্তের কাছে একটি দারুণ অপশন Radeon।

Honda Shine 100: এই ৫ বাইক দুর্দান্ত হতে পারে আপনার জন্য, কম দামেই নিয়ে যান ঝাক্কাস মোটরসাইকেল Shine 125 এর সাফল্যের পরই নতুন Shine 100 নিয়ে আসে Honda। 100 সিসির ইঞ্জিন মোট 8.7hp শক্তি এবং 9Nm টর্ক উৎপন্ন করে। 65 থেকে 70 কিমি মাইলেজের সাথে Shine 100 এর এক্স শোরুম দাম শুরু হচ্ছে 64,900 টাকা।

Bajaj Platina 100: এই ৫ বাইক দুর্দান্ত হতে পারে আপনার জন্য, কম দামেই নিয়ে যান ঝাক্কাস মোটরসাইকেল CT সিরিজের মতোই বাজাজের আরেকটি মাইলেজ বাইক সিরিজ Platina। 102 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন মোট 7.8 hp শক্তি এবং 8.3Nm টর্ক তৈরি করে। 70 কিমি মাইলেজ সহ বাইকটির দাম শুরু হচ্ছে 67,708 টাকা থেকে।

About Author