TRENDS
Advertisement

70 এর বেশি মাইলেজ দিচ্ছে এই ৫ মোটরসাইকেল, বাইক কেনার থাকলে অবশ্যই দেখুন এগুলি

মোটরবাইক বা গাড়ির কার্যকারিতা দিন দিন নতুন করে বলার কিছু নেই। কিন্তু সস্তায় সেরা মাইলেজ পাওয়া যায় কোন মোটরবাইকে? আজ সেরকমই তালিকা নিয়ে হাজির আমরা। চলুন দেখে নেওয়া যাক। Hero…

Published By: Ritwik | Published On:

মোটরবাইক বা গাড়ির কার্যকারিতা দিন দিন নতুন করে বলার কিছু নেই। কিন্তু সস্তায় সেরা মাইলেজ পাওয়া যায় কোন মোটরবাইকে? আজ সেরকমই তালিকা নিয়ে হাজির আমরা। চলুন দেখে নেওয়া যাক।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Hero Splendor Plus: Hero এর এই বাইকে রয়েছে দারুণ মাইলেজ। 97 সিসির ইঞ্জিন মোট 8 hp শক্তি এবং 8.05 Nm টর্ক উৎপন্ন করে। 4 গতির গিয়ারবক্স সহ বাইকের মাইলেজ রয়েছে 80kmpl। Splendor Plus এর এক্স শোরুম দাম 77,986 টাকা।  70 এর বেশি মাইলেজ দিচ্ছে এই ৫ মোটরসাইকেল, বাইক কেনার থাকলে অবশ্যই দেখুন এগুলি

Honda Shine100: Shine 125 এর সাফল্যের পর নতুন Shine 100 নিয়ে এসেছে Honda। খুব কম সময়ের মধ্যেই সেটি বিখ্যাত হয়েছে। বাইকে 100 সিসির ইঞ্জিন মোট 8.7hp শক্তি এবং 9Nm টর্ক উৎপন্ন করে। 65 থেকে 70 কিমি মাইলেজের সাথে Shine 100 এর এক্স শোরুম দাম 64,900 টাকা। 70 এর বেশি মাইলেজ দিচ্ছে এই ৫ মোটরসাইকেল, বাইক কেনার থাকলে অবশ্যই দেখুন এগুলি

TVS Star City Plus: TVS এর এই বাইক মাইলেজের দিক দিয়ে সেরা। কারণ TVS Sport প্রতি লিটারে 83.09 কিমি ছুটতে সক্ষম। 110 সিসির ইঞ্জিন 8 hp শক্তি এবং 8.7 Nm টর্ক তৈরি করে। 4 গতির গিয়ারবক্স সহ TVS Star City Plus এর দাম রয়েছে 77,770 টাকা থেকে 80,920 টাকা।

Bajaj Platina 100: CT সিরিজের মতোই বাজাজের আরেকটি মাইলেজ বাইক সিরিজ Platina। জনপ্রিয় প্ল্যাটিনা 100 যেমন দারুণ পারফরম্যান্স দেয় তেমনই দেখতে। আবার মেইনটেনেন্স খরচও বেশ কম। 102 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন মোট 7.8 hp শক্তি এবং 8.3Nm টর্ক তৈরি করে। 70 কিমি মাইলেজ পাওয়া যায় এই বাইকে। 70 এর বেশি মাইলেজ দিচ্ছে এই ৫ মোটরসাইকেল, বাইক কেনার থাকলে অবশ্যই দেখুন এগুলি

Hero HF Deluxe: Hero এর আরেকটি সেরা বাইক HF Deluxe। হাল্কা ওজনের বাইক যেমন 70 কিমি মাইলেজ দেয় তেমনই সহজলভ্য 60,000 থেকে 68,768 টাকা এক্স শোরুম দামে বাইকগুলো কিনতে পারেন আপনি। উল্লেখ্য HF Deluxe এ 97 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে।

About Author