TRENDS
Advertisement

Royal Enfield Bikes : 2024 সালে বাজারে কাঁপাবে Royal Enfield এর নতুন চার বাইক, তালিকা দেখেছেন?

বিগত বছরের শুরুর দিকে রয়্যাল এনফিল্ড সুপার মিটিওর 650 লঞ্চ হয়। এরপর গোয়াতে অনুষ্ঠিত মটোভার্স ইভেন্ট 2023 এ হিমালয়ান 450 বাইকটির উন্মোচন হয়। এর কিছুদিন আগেই লঞ্চ হয় নতুন Bullet।…

Published By: Ritwik | Published On:

বিগত বছরের শুরুর দিকে রয়্যাল এনফিল্ড সুপার মিটিওর 650 লঞ্চ হয়। এরপর গোয়াতে অনুষ্ঠিত মটোভার্স ইভেন্ট 2023 এ হিমালয়ান 450 বাইকটির উন্মোচন হয়। এর কিছুদিন আগেই লঞ্চ হয় নতুন Bullet। সবমিলিয়ে 2023 সালে 350, 450 এবং 650 সমস্ত সেগমেন্টেই দারুণ ফলাফল করেছে Royal Enfield। আজ আমরা জানাবো 2024 সালে কোন কোন বাইক আনছে (Royal Enfield Bikes) কোম্পানি।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

1. Royal Enfield Shotgun 650 Royal Enfield Bikes : 2024 সালে বাজারে কাঁপাবে Royal Enfield এর নতুন চার বাইক, তালিকা দেখেছেন?
MotoVerse ইভেন্টে উন্মোচন করা হয় শটগান 650 বাইকের ফ্যাক্টরি কাস্টম ইউনিট। যদিও সেটি কেবলমাত্র 25 টি ইউনিট বিক্রি করে Royal Enfield। আগামী বছর চূড়ান্ত উত্পাদন মডেল ভারত এবং আন্তর্জাতিক বাজারে পৌঁছাবে। বাইকটির নতুন বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ছোট চাকা, একটি খাড়া হ্যান্ডেলবার, পরিবর্তিত ফুটপেগ এবং আসন আর তার সাথে নতুন ডিজাইনের সাব-ফ্রেম।

2. Royal Enfield Hunter 450 Royal Enfield Bikes : 2024 সালে বাজারে কাঁপাবে Royal Enfield এর নতুন চার বাইক, তালিকা দেখেছেন?
ট্রায়াম্ফ স্পিড 400-এর সাথে লড়াইতে নামতে আসছে নতুন রয়্যাল এনফিল্ড হান্টার 450। নিও-রেট্রো রোডস্টারটি বর্তমানের Hunter 350 এরই নয়া Upgrade হতে চলেছে। খবর অনুযায়ী বাইকটি দাম 2.4 লক্ষ টাকার আশেপাশে থাকবে। আগামী 2024 সালের প্রথমার্ধে সেটিকে লঞ্চ করতে পারে Royal Enfield। 45e সিসির সিঙ্গেল-সিলিন্ডার লিকুইড-কুলড DOHC ফোর-ভালভ ইঞ্জিন 40.02 PS শক্তি এবং 40 Nm টর্ক উৎপন্ন করবে।

3. Royal Enfield Classic Bobber 350 Royal Enfield Bikes : 2024 সালে বাজারে কাঁপাবে Royal Enfield এর নতুন চার বাইক, তালিকা দেখেছেন?
বর্তমান Classic 350 মডেল থেকে প্রাপ্ত, Royal Enfield-এর আসন্ন Bobber 350 বাইকের টেস্টিং চালানো কিছু ছবি সামনে এসেছে। সেখানে বড় টায়ার, লম্বা হ্যান্ডেলবার এবং পিলিয়ন সিট দেখা যাচ্ছে। আগামী বছর বাজারে আসবে Classic Bobber 350। এটি Jawa 42 Bobber এবং Jawa Perak-এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। আগের মতই 349 সিসি সিঙ্গেল-সিলিন্ডার এয়ার এবং অয়েল-কুলড SOHC ইঞ্জিন ব্যবহার করা হবে বাইকটিতে।

4. Royal Enfield Scrambler 650 Royal Enfield Bikes : 2024 সালে বাজারে কাঁপাবে Royal Enfield এর নতুন চার বাইক, তালিকা দেখেছেন?
Royal Enfield লাইনআপে নতুন 650 সিসির Scrambler বাইক যোগ করেছে। ইন্টারসেপ্টর 650 এবং কন্টিনেন্টাল GT650 এর সাথে একই প্ল্যাটফর্ম শেয়ার করে। Scrambler 650 তে 648cc প্যারালাল-টুইন ইঞ্জিন রয়েছে। আর এই ইঞ্জিনটি মোট 47 bhp এবং 52 Nm টর্ক উৎপাদন করে।

About Author