Read In
Whatsapp
Bike News

Upcoming Motorcycles : ই-স্কুটার থেকে বাইক, চলতি মাসেই বাজার গরম করতে আসছে এইসব দুর্ধর্ষ টু হুইলার

সামনেই পুজো, তার আগে বাজারে আসছে একের পর এক নতুন মোটর বাইক থেকে স্কুটার। তালিকায় রয়েছে Royal Enfield, Hero, Honda সহ একগুচ্ছ কোম্পানি। সামনেই পুজোর অফারে আপনার কাছে আসবে দারুণ সমস্ত গাড়ি, কিন্তু নেবেন কোনটা? কিন্তু তার আগে চলুন দেখে নেওয়া যাক বহু প্রতীক্ষিত গাড়িগুলোকে , এগুলোই আগামী কয়েকদিনের মধ্যে বাজারে কাঁপাতে তৈরি হচ্ছে।

১) Honda SP160 : SP 125 বাজারে সুপারহিট। এবার তার বড়ভাই SP 160 নিয়ে আসবে হোন্ডা। শুধু তাই না, জানা যাচ্ছে বাইকটি Unicorn 160 এর ওপর তৈরি হলেও থাকবে একগুচ্ছ নতুন ফিচারস। কোন তারিখে লঞ্চ হচ্ছে জানা যায়নি বটে, কিন্তু পুজোর আগেই হাতে পেয়ে যাবেন নতুন গাড়িটিকে।

২) Royal Enfield Bullet 350 : বুলেট, ভারতের বাজারে এই বাইকের জনপ্রিয়তা অথবা আবেগ নিয়ে নতুন কিছুই বলার নেই। সমস্ত গাড়ির নতুন ভার্সন বাজারে আসার পর এবার আসছে বুলেট 350। 20.2 হর্সপাওয়ার এবং 27 নিউটন মিটার টর্ক সহ 5 গতির গিয়ারের সাথে আগামী 30 আগস্ট বাজার কাঁপাতে আসছে নতুন Royal Enfield Bullet 350।

৩) Hero Karizma XMR 210 : বহু বছর আগের কথা, Karizma বাজারে ঝড় তোলে। সলমন খানের হাতেও দেখা যায় বাইকটি। কিন্তু তারপর বহুদিন মার্কেটে গায়েব থাকলেও এবার কামব্যাক করছে হিরো করিশমা। 210 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন সহ 20bhp ক্ষমতার ইঞ্জিন বাজারে আসছে আগস্ট মাসের শেষের দিকে।

এছাড়া আগামী সময়ে বৈদ্যুতিক গাড়ির স্টার্টআপ সংস্থা Ather এবং মার্কেটের শক্তিশালী ব্র্যান্ড TVS তাদের দুটি নতুন ইলেক্ট্রিক স্কুটার নিয়ে আসছে। Ather 450S ইলেক্ট্রিক স্কুটারটি বাজারে লঞ্চ হলেও আগামীতে দাম বাড়াতে পারে সংস্থা। অন্যদিকে TVS 23 আগস্ট বাজারে নতুন ইলেকট্রিক স্কুটারের ঘোষণা করবে।

Back to top button