Read In
Whatsapp
Bike News

পারফরম্যান্সে সেরা, মাইলেজও দূর্দান্ত! এগুলোই দেশের সবচেয়ে তেল সাশ্রয়ী 125 সিসির বাইক

ভারতের বাজারে একাধিক বাইক রয়েছে 125 সিসি সেগমেন্টে। জ্বালানি সাশ্রয় থেকে ডিজাইন এবং পারফরম্যান্স, সমস্ত কিছু টপ ক্লাস রয়েছে এখানে। কিন্তু আপনি কি জানেন 125 সিসি সেগমেন্টে কোন বাইকগুলো মাইলেজের ক্ষেত্রে বাকিদের থেকে অনেকখানি এগিয়ে? চলুন দেখে নেওয়া যাক।

1) TVS Raider 
TVS Raider 125 সিসি সেগমেন্টে বেশ জনপ্রিয়। বাইকে 124.8 সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার এবং অয়েল কুল প্রযুক্তির সাথে ফুয়েল-ইনজেক্টেড ইঞ্জিন লাগানো রয়েছে। এই ইঞ্জিন মোট 11.2 bhp শক্তি এবং 11.2 Nm পিক টর্ক জেনারেট করে। 5-গতির গিয়ারবক্স সহ Raider 125-এর বর্তমান এক্স-শোরুম দাম 93,719 টাকা।

2) Bajaj Pulsar 125 / NS125

Pulsar ভারতে একটি অতীব সুপরিচিত ব্র্যান্ড। 125 সিসি সেগমেন্টে Pulsar NS 125 এবং Pulsar 125, এই দুটি বাইকই বিরাট জনপ্রিয়। সেখানে 124.4 সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ইঞ্জিন মোট 11.8 bhp শক্তি এবং 11 Nm পিক টর্ক জেনারেট করতে সক্ষম। Pulsar 125 সিরিজের এক্স-শোরুম দাম 89,254 টাকা।

3) KTM 125 Duke 

125 সিসি সেগমেন্টে সবচেয়ে শক্তিশালী বাইক 125 Duke। গাড়িটির ইঞ্জিন বেশ ভারী এবং রেসিং বাইকের ফিচারস সহ এলেও মাইলেজ কিন্তু দারুণ। 125 Duke এ 124.7 সিসির ইঞ্জিন রয়েছে যা সর্বোচ্চ 14.3 bhp শক্তি এবং 12 Nm পিক টর্ক উৎপন্ন করে। 6 গতির ম্যানুয়াল গিয়ারবক্স সহ 125 Duke এর এক্স শোরুম দাম 1.78 লক্ষ টাকা।

Back to top button