TRENDS
Advertisement

বাড়ির মহিলাদের জন্য সেরা স্কুটার এগুলোই, দারুণ পারফরম্যান্স এবং সেরা মাইলেজ পাবেন এই ৬টি স্কুটারে

ওজনে হাল্কা হওয়ার সাথে সাথে থাকছে দারুণ মাইলেজ, এই ৬টি স্কুটার বাড়িয়ে মহিলাদের জন্য তো বটেই নতুন চালকদের জন্যও সেরা

Published By: Ritwik | Published On:

লং রুট সহ বিভিন্ন রাস্তায় বেরোনোর জন্য বাইক খুবই কার্যকর। তবে বাড়ির মহিলাদের জন্য তা মোটেই সুখকর নয়। বর্তমানে অনেক মহিলা বাইক চালাচ্ছেন বটে কিন্তু সিংহভাগ মহিলার কাছে বাইকের থেকে স্কুটার অনেক বেশি আরামদায়ক। আসলে ওজনে হাল্কা হওয়ার কারণেই স্কুটার অধিক জনপ্রিয়। এছাড়া মেইনটেনেন্স খরচও বেশ কম সেখানে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

বাড়ির মহিলাদের জন্য সেরা স্কুটার এগুলোই, দারুণ পারফরম্যান্স এবং সেরা মাইলেজ পাবেন এই ৬টি স্কুটারে

কোন স্কুটার নেবেন ঠিক করতে না পারলে নিচে দেখে নিন সেরা স্কুটারের তালিকা।

1) Honda Activa 6G : বাড়ির মহিলাদের জন্য সেরা স্কুটার এগুলোই, দারুণ পারফরম্যান্স এবং সেরা মাইলেজ পাবেন এই ৬টি স্কুটারেস্কুটারের বাজারে নিজেদের রাজ কায়েম করেছে Activa। বহুবছর ধরেই ভারতের বাজারে সার্ভিস দিয়ে আসছে হোন্ডা অ্যাক্টিভা। হোন্ডা গাড়িটি তার রিহাইনড হাই কোয়ালিটির ইঞ্জিন, আরামদায়ক আসন, হাই কোয়ালিটি ডিজাইনের সাথে ভালো মাইলেজ দেয়। দাম এবং মানের কারণে Honda Activa 6G হল ভারতের বেস্ট স্কুটার। 50 কিমি মাইলেজ সহ স্কুটারটির এক্স শোরুম দাম 84,641 টাকা।

2) TVS Jupiter : বাড়ির মহিলাদের জন্য সেরা স্কুটার এগুলোই, দারুণ পারফরম্যান্স এবং সেরা মাইলেজ পাবেন এই ৬টি স্কুটারেActiva এবং Jupiter এর মধ্যে তুল্যমূল্য লড়াই চলতে থাকে দেশের বাজারে। এই গাড়িটিও হোন্ডা অ্যাক্টিভার মতোই ফুয়েল এফিসিয়েন্ট ইঞ্জিন, বড় স্টোরেজ স্পেস সহ একগুচ্ছ ফিচারসের সাথে আসে। দাম এবং স্কুটারের উন্নত বৈশিষ্ট্যর কারণেই Jupiter আজ ভারতের অন্যতম বেস্ট সেলিং স্কুটার। 60 কিমি মাইলেজ সমেত Jupiter এর এক্স শোরুম দাম রয়েছে 85,000 টাকা।

3) Suzuki Access 125 :বাড়ির মহিলাদের জন্য সেরা স্কুটার এগুলোই, দারুণ পারফরম্যান্স এবং সেরা মাইলেজ পাবেন এই ৬টি স্কুটারেকয়েকদিন আগেই Suzuki Access ভারতের বাজারে বিক্রির নতুন রেকর্ড বানিয়েছে। সেখানে সাশ্রয়ী মূল্যেই আপনি তিনটি গুরুত্বপূর্ন বস্তুর মেলবন্ধন পাবেন। এগুলো হলো, শক্তি (Power), শৈলী (Design) এবং আরাম (Comfort)। 124 সিসির শক্তিশালী ইঞ্জিন আপনার যাত্রাকেও সুখকর করে তোলে। 90 কিমি টপ স্পিড সহ Access এর এক্স-শোরুম দাম পড়বে 89,970 টাকা।

4) Yamaha Fascino 125 :বাড়ির মহিলাদের জন্য সেরা স্কুটার এগুলোই, দারুণ পারফরম্যান্স এবং সেরা মাইলেজ পাবেন এই ৬টি স্কুটারেYamaha Fascino তে রয়েছে রেট্রো ডিজাইন। ব্লু কোর ইঞ্জিনের সাথে আরামদায়ক রাইড, জ্বালানি দক্ষতা এবং বড় স্টোরেজ রয়েছে Fascino তে। মাত্র 99 কেজি ওজনের এই স্কুটারের দাম 91,997 টাকা। স্কুটারটির টপ স্পিড পড়বে 90kmph।

5) Hero Maestro Edge 125 : বাড়ির মহিলাদের জন্য সেরা স্কুটার এগুলোই, দারুণ পারফরম্যান্স এবং সেরা মাইলেজ পাবেন এই ৬টি স্কুটারেMaestro Edge 125 দেশের প্রথম স্কুটার যেখানে ফুয়েল ইনজেকশন প্রযুক্তি রয়েছে। তারফলে গাড়িটির পারফরম্যান্সও দুর্দান্ত। 45 কিমি মাইলেজ এবং 95 কিমির টপ স্পিড সহ স্কুটারের ডিজাইন আপনাকে অভিভূত করতে বাধ্য। স্কুটারটির এক্স শোরুম দাম রয়েছে 95,230 টাকা।

6) Yamaha Ray ZR 125 : বাড়ির মহিলাদের জন্য সেরা স্কুটার এগুলোই, দারুণ পারফরম্যান্স এবং সেরা মাইলেজ পাবেন এই ৬টি স্কুটারেYamaha এর গাড়ি মানে সেখানে পারফরম্যান্স নিয়ে ভাবতে হবেনা। শক্তিশালী ইঞ্জিন ছাড়াও নজরকাড়া স্পোর্টি স্টাইলিশ ডিজাইনের কারনে বাজারে শীর্ষ 10 বেস্ট সেলিং স্কুটার এটি। 52 কিমি মাইলেজ এবং 90kmph টপ স্পিডের সাথে স্কুটারের দাম 96,599 টাকা।

About Author