বাজারে আজকাল একাধিক শক্তিশালী বাইক লঞ্চ হয়েছে। আর খুবই সস্তায় আপনি পেতে পারেন সেগুলো। একটা সময় ভাল স্পোর্টস বাইক কিনতে গেলে আপনাকে ব্যাঙ্কের FD ভাঙতে হয়েছে, কিন্তু বর্তমানে ২.৫ লাখের নীচে হার্লে ডেভিডসন কিনতে পারছেন। কিন্তু ২ লাখের বাজেটে সেরা ৫টি বাইক কোনগুলো? চলুন জানা যাক।
১) Yamaha FZ25 : আক্রমনাত্মক ডিজাইন সহ শক্তিশালী 249cc এর এয়ার-কুলড ইঞ্জিন, সাথে স্ট্রিট ফাইটারের মতো লম্বা, এটাই মূল ইউএসপি Yamaha FZ25 এর। গাড়িটিতে 20.8bhp এর শক্তি সহ 20.1 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। হালকা এবং ডিজাইনার বাইকটি আপনার নজর কাড়বেই।
২) Bajaj Dominar 400 : মাত্র ২ লক্ষ টাকার বাজটেই এই দারুণ ট্যুর বাইক পেয়ে যাচ্ছেন আপনি। বাইকের 373cc লিকুইড-কুলড ইঞ্জিন মোট 39.4 bhp শক্তি এবং 35 Nm টর্ক তৈরি করতে সক্ষম। শহরে হোক কি হাইওয়েতে, দুই জায়গাতেই কামাল করে Bajaj Dominar 400।
৩) Suzuki Gixxer SF250 : স্পোর্টস বাইক যাদের পছন্দ সুজুকি যেন তাদের জন্যই তৈরি হয়েছে। 249 সিসির অয়েল কুল ইঞ্জিন 25.5 bhp শক্তি এবং 22.2 Nm টর্ক উৎপন্ন করে। গাড়িটির অ্যারোডাইনামিক ডিজাইন শৈলী আপনাকে আকর্ষণ করবে। ডুয়াল-চ্যানেল ABS, টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, এবং সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দিয়ে সজ্জিত, Gixxer SF 250 বাস্তবেই শক্তিশালী রেসিং বাইক।
৪) KTM 200 Duke : স্টাইলিশ ডিজাইন থেকে শুরু করে আক্রমণাত্মক এবং অ্যাগ্রেসিভ স্পোর্টি লুক আর সেই সাথে দুর্দান্ত পারফরম্যান্স চাইলে KTM আপনার নম্বর ওয়ান চয়েস হওয়া উচিৎ। 199.5 সিসির ওয়ান সিলিন্ডার ইঞ্জিন 24.6 bhp শক্তি এবং 19.2 Nm টর্ক তৈরী করতে সক্ষম। লাইটওয়েট ট্রেলিস ফ্রেম এবং WP সাসপেনশন সহ তীক্ষ্ণ হ্যান্ডলিং এবং উন্নত নিয়ন্ত্রণ ব্যবস্থা পাবেন আপনি।
৫) Royal Enfield Himalayan : অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের জন্য একেবারেই আদর্শ এই বাইকটি। প্রায় 2 লক্ষ টাকা দামের এই বাইকে রয়েছে একটি বেশ স্ট্রং ডিজাইন মেথড। আর গাড়িকে শক্তি যোগাচ্ছে 411 সিসির এয়ার-কুলড ইঞ্জিন। সেটি মোট 24.3 bhp শক্তি এবং 32 Nm টর্ক সরবরাহ করে৷ হিমালয়ানের লং-ট্রাভেল সাসপেনশন, বড় ফুয়েল ট্যাঙ্ক আপনার অন-রোড এবং অফ-রোড উভয় যাত্রার ক্ষেত্রেই একেবারে আদর্শ।