Read In
Whatsapp
Bike News

Best Bikes of 2024 : 2024 সালে বাজার কাঁপাবে এই 7 বাইক, শীঘ্রই লঞ্চ হচ্ছে বাজারে

2023 সালে ভারতীয় অটোমোবাইল সেক্টরে বড় পরিবর্তন দেখা যায়। একের পর এক লাগাতার দুর্দান্ত সমস্ত বাইক লঞ্চ হয়েছে। নতুন হিমালয়ান, ট্রায়াম্ফ স্পিড 400 এবং স্ক্র্যাম্বলার 400 X, হারলে-ডেভিডসন X440, স্পোর্টি KTM 390 ডিউক, স্টাইলিশ TVS Apache RTR 310 এবং আরও অনেক মডেল। 2024 সালও বাইকের জন্য বেশ উত্তেজনাপূর্ন হতে চলেছে। চলুন আসন্ন মডেল সম্পর্কে দেখে নেওয়া যাক।

Royal Enfield Bobber 350 Best Bikes of 2024
ক্লাসিক 350-এর উপর ভিত্তি করে আসছে রয়্যাল এনফিল্ডের ববার। সেখানে একটি উঁচু হ্যান্ডেলবার এবং একটি অপসারণযোগ্য পিলিয়ন সিট সহ বেশ কয়েকটি অনন্য বৈশিষ্ট্য থাকবে। Jawa 42 Bobber এবং Jawa Perak এর প্রধান প্রতিযোগী হবে নতুন RE Bobber 350। বাইককে শক্তি জোগাবে 349 cc SOHC সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন।

Kawasaki Ninja ZX 6R
2023 সালে Ninja 650, W175 Street, Z900RS, এবং Ninja ZX-4R এর মতো বেশ কিছু নতুন এবং উত্তেজনাপূর্ণ মডেল লঞ্চ করেছে কাওয়াসাকি। এছাড়া গত 1লা জানুয়ারি লঞ্চ করেছে Ninja ZX-6R। বাইকটিতে রয়েছে শক্তিশালী 636cc ইনলাইন-ফোর-সিলিন্ডার ইঞ্জিন।

Triumph Daytona
নতুন স্পাই শট এবং টিজার অনুসারে ট্রায়াম্ফ ডেটোনা 2024 সালে ফিরতে পারে মার্কেটে। Trident 660 এবং Tiger Sport 660 ওপর ভিত্তি করে আসতে চলেছে নতুন ডেটোনা। বাইকটিতে একই 660cc ইঞ্জিন থাকবে।

Triumph Thruxton 400
Bajaj/Triumph প্রতি বছর একটি নতুন মোটরসাইকেল লঞ্চ করার পরিকল্পনা করছে। বর্তমানে Speed 400 এবং Scrambler 400X বিক্রি করছে দুই কোম্পানি। কিন্তু এরইমধ্যে সামনে আসে Thruxton 400-এর স্পাই শট। 400 সিসি সেগমেন্টের অন্যান্য বাইকগুলোর মত একই ফিচারস রয়েছে সেখানে। উল্লেখ্য, বাইকে 398 সিসির লিকুইড কুল ইঞ্জিন থাকবে যা মোট 40PS শক্তি উৎপন্ন করতে সক্ষম।

Yamaha R7, MT-07
সদ্যই বাজারে এসেছে Yamaha এর নতুন R3 এবং MT-03। এবার নতুন বছরে আত্মপ্রকাশ করবে Yamaha R7 এবং MT-07। R7 একটি সুপারস্পোর্ট ভেরিয়েন্ট হতে চলেছে অন্যদিকে MT-07 বাইকটি হবে স্ট্রিটফাইটার। দুই বাইক একই 689cc লিকুইড-কুলড ইন-লাইন টুইন ইঞ্জিন থাকবে। এই ইঞ্জিন 8750rpm-এ 73.4PS শক্তি এবং 6500rpm-এ 67Nm পিক টর্ক, উৎপন্ন করবে।

Royal Enfield Shotgun 650
MotoVerse ইভেন্টে উন্মোচন করা হয় শটগান 650 বাইকের ফ্যাক্টরি কাস্টম ইউনিট। যদিও সেটি কেবলমাত্র 25 টি ইউনিট বিক্রি করে Royal Enfield। আগামী বছর চূড়ান্ত উত্পাদন মডেল ভারত এবং আন্তর্জাতিক বাজারে পৌঁছাবে। বাইকটির নতুন বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ছোট চাকা, একটি খাড়া হ্যান্ডেলবার, পরিবর্তিত ফুটপেগ এবং আসন আর তার সাথে নতুন ডিজাইনের সাব-ফ্রেম।

Back to top button