TRENDS
Advertisement

বাজারে ঝড় তুলতে আসছে এই ৬টি দুচাকা, দেখে নিন খুঁটিনাটি

খুব জলদি বাজারে আসছে এই ৬ টি দুচাকা, তালিকায় রয়েছে Royal Enfield থেকে Ather

Published By: Ritwik | Published On:

পুজোর আগে বড়সড় খবর শোনাল বাইক নির্মাতা সংস্থাগুলো। উৎসবের মরশুম এবার আরো বেশি আনন্দে ভরে ওঠবে। আসন্ন সময়ে একগুচ্ছ বাইক আনছে বিভিন্ন কোম্পানি। বহু প্রতীক্ষিত Himalayan 450 বা নতুন Aprilia RS 457, MotoGP এর প্রাক পর্বে একগুচ্ছ বাইক আনছে বিভিন্ন কোম্পানি। চলুন দেখে নেওয়া যাক কী কী বাইক আসছে বাজারে।

1. Royal Enfield Himalayan 450:
নভেম্বরের শুরুতে আসতে পারে নতুন হিমালয়ান বাইকটি। 450 সিসির J সিরিজের লিকুইড কুল ইঞ্জিন মোট 40 PS শক্তি এবং 46Nm হয় টর্ক উৎপন্ন করে। সার্কুলার ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল সহ আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক, মনোশক রিয়ার সাসপেনশন, ডুয়াল-চ্যানেল ABS সিস্টেম ইত্যাদির মতো ফিচারসের সুবিধা পাওয়া যায়। বাজারে ঝড় তুলতে আসছে এই ৬টি দুচাকা, দেখে নিন খুঁটিনাটি

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

2. Aprilia RS 457: ভারতে সদ্যই লঞ্চ হয়েছে নতুন Aprilia বাইকটি। আপাতত KTM এর বাজারই লক্ষ্য কোম্পানির। কিন্তু একইসাথে Kawasaki Ninja, Yamaha R3 ইত্যাদির মতো বাইকের বাজারেও বড় প্রভাব ফেলবে Aprilia RS 457। বাইকটির দাম থাকতে পারে 5 লক্ষ টাকার আশেপাশে। বাজারে ঝড় তুলতে আসছে এই ৬টি দুচাকা, দেখে নিন খুঁটিনাটি

3. Royal Enfield Shotgun 650: 650cc লাইনআপে Royal Enfield দারুণ সাফল্য পেয়েছে। তারপর থেকেই এই সেগমেন্টে নিজেদের পোর্টফোলিও আরো বড় করতে আগ্রহী RE। 650 সিসির প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তিনটি ভিন্ন ডিজাইনের বাইক বাজারে লঞ্চ করেছে , এগুলো হলো nterceptor 650, Continental GT 650 এবং Super Meteor 650। এবার প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করেই আসবে নতুন Shotgun 650।  বাজারে ঝড় তুলতে আসছে এই ৬টি দুচাকা, দেখে নিন খুঁটিনাটি

4. Triumph Scrambler 400X: Triumph Speed 400 বাইকটি ইতিমধ্যেই বাজারে এসেছে। এবার সেটির Scrambler ভার্সনের জন্য অধীর অপেক্ষা চলছে। জানা যাচ্ছে যে 398 সিসির লিকুইড কুল ইঞ্জিন সহ আসছে Triumph Scrambler 400X। মোট 40 PS শক্তি এবং 37 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম Scrambler এর ইঞ্জিন। অফ রোডিং ক্যাপাবিলিটির সাথে Himalayan 450 এবং KTM 390 Adventure এর সাথে প্রতিযোগিতায় নামবে Triumph Scrambler 400X। এক্স শোরুম দাম থাকতে পারে 2.80 লক্ষ টাকার আশেপাশে।  বাজারে ঝড় তুলতে আসছে এই ৬টি দুচাকা, দেখে নিন খুঁটিনাটি

5. Ather 450S: শীঘ্রই বাজারে আসছে নতুন Ather 450S। স্কুটারের সার্টিফাইড রেঞ্জ রয়েছে 156km। সেপ্টেম্বরে মাসেই সেই নিয়ে তথ্য ফাঁস হয়। নতুন 450S FAME 2 ভর্তুকি সহ 1,29,999 টাকার এক্স-শোরুম দামের সাথে লঞ্চ হতে পারে।  বাজারে ঝড় তুলতে আসছে এই ৬টি দুচাকা, দেখে নিন খুঁটিনাটি

6. Kinetic e-Luna: আশা করা যাচ্ছে যে, শীঘ্রই কাইনেটিক ই-লুনা শেষ পর্যন্ত এই মাসেই আত্মপ্রকাশ করবে। স্কুটারটির সর্বোচ্চ গতি রয়েছে 50kmph এবং বাইকের IDC রেঞ্জ থাকছে প্রায় 100km। নতুন স্কুটারের দাম থাকবে 80 থেকে 90 হাজারের আশেপাশে।

About Author