Read In
Whatsapp
Bike News

পুজোর আগে কেনার জন্য দেখতে পারেন এই ৫টি স্কুটার, ফিচার্স এবং মাইলেজ দুর্দান্ত

1) Honda Activa 6G : স্কুটারের বাজারে নিজেদের রাজ কায়েম করেছে Activa। বহুবছর ধরেই ভারতের বাজারে সার্ভিস দিয়ে আসছে হোন্ডা অ্যাক্টিভা। হোন্ডা গাড়িটি তার রিহাইনড হাই কোয়ালিটির ইঞ্জিন, আরামদায়ক আসন, হাই কোয়ালিটি ডিজাইনের সাথে ভালো মাইলেজ দেয়। দাম এবং মানের কারণে Honda Activa 6G হল ভারতের বেস্ট স্কুটার। 50 কিমি মাইলেজ সহ স্কুটারটির এক্স শোরুম দাম 84,641 টাকা।

2) TVS Jupiter :   Activa এবং Jupiter এর মধ্যে তুল্যমূল্য লড়াই চলতে থাকে দেশের বাজারে। এই গাড়িটিও হোন্ডা অ্যাক্টিভার মতোই ফুয়েল এফিসিয়েন্ট ইঞ্জিন, বড় স্টোরেজ স্পেস সহ একগুচ্ছ ফিচারসের সাথে আসে। দাম এবং স্কুটারের উন্নত বৈশিষ্ট্যর কারণেই Jupiter আজ ভারতের অন্যতম বেস্ট সেলিং স্কুটার। 60 কিমি মাইলেজ সমেত Jupiter এর এক্স শোরুম দাম রয়েছে 85,000 টাকা।

3) Suzuki Access 125 :   কয়েকদিন আগেই Suzuki Access ভারতের বাজারে বিক্রির নতুন রেকর্ড বানিয়েছে। সেখানে সাশ্রয়ী মূল্যেই আপনি তিনটি গুরুত্বপূর্ন বস্তুর মেলবন্ধন পাবেন। এগুলো হলো, শক্তি (Power), শৈলী (Design) এবং আরাম (Comfort)। 124 সিসির শক্তিশালী ইঞ্জিন আপনার যাত্রাকেও সুখকর করে তোলে। 90 কিমি টপ স্পিড সহ Access এর এক্স-শোরুম দাম পড়বে 89,970 টাকা।

4) Yamaha Fascino 125 :   Yamaha Fascino তে রয়েছে রেট্রো ডিজাইন। ব্লু কোর ইঞ্জিনের সাথে আরামদায়ক রাইড, জ্বালানি দক্ষতা এবং বড় স্টোরেজ রয়েছে Fascino তে। মাত্র 99 কেজি ওজনের এই স্কুটারের দাম 91,997 টাকা। স্কুটারটির টপ স্পিড পড়বে 90kmph

5) Hero Xoom: নতুন Hero Xoom স্কুটারটি 74,266 টাকা এক্স-শোরুম দামের সাথে আসে। 110 সিসি ইঞ্জিন সহ স্কুটারটি 8.05 hp শক্তি তৈরি হয়। এছাড়া স্কুটারের মাইলেজ রয়েছে 45 কিলোমিটার প্রতি লিটার। 5.2 লিটার ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি সহ দীর্ঘ যাত্রায় যাওয়ার জন্য আদর্শ Hero Xoom।

Back to top button