TRENDS
Advertisement

শক্তিশালী ইঞ্জিন আর মডার্ন লুকের সাথে আসছে Yamaha-র এই তুখোড় বাইক, দেখে নিন দাম এবং ফিচারস

বাজারে আসছে নতুন Yamaha RD 350, দেখে নিন কেমন ফিচারস থাকবে বাইকে

Published By: Ritwik | Published On:

Yamaha ভারতের বুকে বেশ বড় একটি বাইক নির্মাতা সংস্থা। Yamaha R15 বাইকটি ভারতের বুকে বিক্রির রেকর্ড বানিয়েছে! বহুবছর ধরে ভারতের বুকে রয়েছে এই জাপানি সংস্থা। মানুষ Yamaha এর বাইকগুলো বেশ পছন্দও করেছেন। সম্প্রতি তারা নিজেদের নতুন আরেকটি বাইক আনছে বাজারে, আর সেটির লুক এবং ডিজাইন দেখে পছন্দ করতে বাধ্য হবেন আপনি! শক্তিশালী ইঞ্জিন আর মডার্ন লুকের সাথে আসছে Yamaha-র এই তুখোড় বাইক, দেখে নিন দাম এবং ফিচারস

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

বাজারে আসছে নতুন Yamaha RD 350। বাজারে উপস্থিত ভার্সনের থেকে গাড়িটির শক্তি এবং ডিজাইন সমস্তই আপগ্রেড করেছে কোম্পানি। উল্লেখ্য, Yamaha RD 350 বাইকটি প্রথমবার বাজারে আসে 80-90 এর দশকে। সেসময় থেকেই বেশ জনপ্রিয় হয়ে ওঠে বাইকটি। আর বর্তমানে সেটির মডার্ন ভার্সন নিয়ে এসেছে কোম্পানি।

বহু আগে থেকেই Yamaha RD 350 বিখ্যাত ছিল তার ক্লাসিক ডিজাইন এবং শক্তিশালী পারফরম্যান্সের জন্য। কিন্তু পরবর্তী সময়ে গাড়িটির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এবার নতুনভাবে এবং নতুন রূপে গাড়িটি আসছে বাজারে। আর এই নিয়ে খবর আসতেই উচ্ছাস স্পষ্ট বাইক প্রেমীদের মধ্যে। বহু আগে থেকেই জনপ্রিয় বাইকটির নতুন ভার্সন নিয়ে আসছে সুজুকি, কিন্তু কেমন হবে বাইকটি?শক্তিশালী ইঞ্জিন আর মডার্ন লুকের সাথে আসছে Yamaha-র এই তুখোড় বাইক, দেখে নিন দাম এবং ফিচারস

ইঞ্জিন : জানা যাচ্ছে, Yamaha RD 350 তে 347cc এয়ার-কুলড ফোর-স্ট্রোক ইঞ্জিন রয়েছে। সেটি মোট 39 bhp শক্তি উৎপন্ন করতে পারে এবং মোট 6 গতির গিয়ারবক্স থাকবে।

নতুন কী ফিচারস থাকবে : ডিআরএল সহ এলইডি হেডল্যাম্প, ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, ডুয়াল-চ্যানেল ABS, ব্লুটুথ সংযোগ, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম এবং অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচের মতো দুর্দান্ত বৈশিষ্ট্যগুলি দেখা যাবে নতুন Yamaha RD 350 তে।শক্তিশালী ইঞ্জিন আর মডার্ন লুকের সাথে আসছে Yamaha-র এই তুখোড় বাইক, দেখে নিন দাম এবং ফিচারস

ভারতের বাজারে Yamaha RD350 বাইকটি Royal Enfield Hunter 350, Honda H’ness CB350, Jawa/Yezdi, আসন্ন Bajaj-Triumph এবং Hero-Harley বাইকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

About Author