TRENDS
Advertisement

শীঘ্রই বাজারে আসছে Royal Enfield Himalayan 450, লঞ্চের আগেই ফাঁস দাম ও ফিচারস

দূর্দান্ত শক্তির সাথে বাজারে আসছে Enfield এর নয়া বাইক, বাইকটি লঞ্চ কবে এবং কি দামে লঞ্চ হচ্ছে দেখে নিন বিশদে

Published By: Ritwik | Published On:

কিছু সময় আগেই বাজারে আসে নতুন Himalayan 450। নতুন রূপে বাইকটির উন্মোচন করে Royal Enfield। Himalayan 411 এর জায়গায় লঞ্চ হয়েছে নয়া বাইকটি। বেশ কিছু সময় ধরেই অ্যাডভেঞ্চার ট্যুরার বাইক নিয়ে বাজারে নানান আলোচনা চলছে। শীঘ্রই বাইকটির দাম ঘোষণা করবে Royal Enfield। কিন্তু তার আগেই Himalayan এর দাম ফাঁস হয়ে গেল, চলুন দেখে নেওয়া যাক কত দাম হতে পারে বাইকটির। শীঘ্রই বাজারে আসছে Royal Enfield Himalayan 450, লঞ্চের আগেই ফাঁস দাম ও ফিচারস

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

নতুন বাইকের ডিজাইনে বেশ বড় পরিবর্তন হয়েছে। তবে বাইকে সিগনেচার মেটাল ট্যাঙ্ক ব্রেস এবং ফ্লোটিং ফ্রন্ট ফেন্ডার রয়েছে আগের মতোই। তবে নতুন Himalayan বাইকটি আগের বাইকের থেকে অনেক বেশি প্রিমিয়াম হতে চলেছে। জানা যাচ্ছে নতুন বাইকের দাম বাড়বে 40 হাজারেরও বেশি। সূত্র মারফৎ জানা যাচ্ছে যে, বাইকটির এক্স শোরুম দাম হতে পারে 2.65 লক্ষ টাকা থেকে 2.70 লক্ষ টাকার মধ্যে।

Himalayan 450 বাইকে 451.65 সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড-কুল ইঞ্জিনের সাথে আসছে। নতুন ইঞ্জিনের কার্যক্ষমতাও দুর্দান্ত। রিপোর্ট অনুযায়ী মোট 40 Nm এর টর্ক এবং 40.02 PS শক্তি উৎপাদন করবে Himalayan 450। 6 গতির গিয়ারবক্স যুক্ত থাকবে ইঞ্জিনের সাথে। শীঘ্রই বাজারে আসছে Royal Enfield Himalayan 450, লঞ্চের আগেই ফাঁস দাম ও ফিচারস

Royal Enfield এর নতুন বাইকের হুইলবেস মোট 1,510 মিলিমিটার লম্বা। বাইকটির উচ্চতা 1316 mm, দৈর্ঘ্য 2245 mm এবং চওড়ায় 852 mm। পুরনো বাইকের সমস্ত আধুনিক ফিচারস পাওয়া যাবে এখানে। আগের মতোই ডাউন ফ্রন্ট এবং মনোশক সাসপেনশন দেখা যাবে এখানে।

শীঘ্রই বাজারে আসছে Royal Enfield Himalayan 450, লঞ্চের আগেই ফাঁস দাম ও ফিচারস

এছাড়া ব্রেকিংয়ের জন্য সামনে এবং পিছনে, উভয় ক্ষেত্রেই ডিস্ক ব্রেক, ট্র্যাকশন কন্ট্রোল, স্লিপ অ্যাসিস্ট ক্লাচ এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (ABS) দেওয়া হয়েছে। সামনের চাকায় মোট 21 ইঞ্চি এবং পিছনে 17 ইঞ্চির রিয়ার স্পোক হুইল রয়েছে। ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার সহ অল LED লাইটিং রয়েছে এখানে।

About Author