TRENDS
Advertisement

লঞ্চ হয়ে গেল নতুন Hero Maestro, মাত্র এই দামেই কিনতে পারেন নতুন স্কুটার

Hero motocorp এর বাইক যেমন জনপ্রিয় তেমনই দারুণ কয়েকটি স্কুটার রয়েছে কোম্পানির পোর্টফোলিওতে। নতুন ম্যাক্সি ডিজাইনের Xoom 160 শীঘ্রই বাজারে আসছে তবে বর্তমানে Hero এর ফ্লাগশিপ স্কুটার Hero Maestro Edge।…

Published By: Ritwik | Published On:

Hero motocorp এর বাইক যেমন জনপ্রিয় তেমনই দারুণ কয়েকটি স্কুটার রয়েছে কোম্পানির পোর্টফোলিওতে। নতুন ম্যাক্সি ডিজাইনের Xoom 160 শীঘ্রই বাজারে আসছে তবে বর্তমানে Hero এর ফ্লাগশিপ স্কুটার Hero Maestro Edge। 81,716 টাকা থেকে সেটির দাম শুরু হচ্ছে আর এই স্কুটারের ফিচারসও বেশ আকর্ষণীয়।লঞ্চ হয়ে গেল নতুন Hero Maestro, মাত্র এই দামেই কিনতে পারেন নতুন স্কুটার

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Hero Maestro Edge কে শক্তি জোগাচ্ছে 124.6 সিসির একটি ইঞ্জিন। এই ইঞ্জিন মোট 9.1 PS শক্তি এবং 10.4 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। এই ইঞ্জিনের সাহায্যে Maestro Edge স্কুটারে পরিমার্জিত পারফরম্যান্স এবং দারুণ রাইড এক্সপেরিয়েন্স পাওয়া যায়। এটি শহুরে যাতায়াত তো বটেই তার সাথে দীর্ঘ যাত্রার জন্যও উপযুক্ত।

Hero MotoCorp-এর Maestro Edge 125 স্কুটার লাইনআপে চারটি ভেরিয়েন্ট রয়েছে। এগুলো হলো প্রিজম্যাটিক, কানেক্ট ড্রাম, কানেক্ট ডিস্ক এবং টপ-টায়ার প্রিজম্যাটিক + কানেক্টেড। এই ভেরিয়েন্টগুলির দামও প্রতিযোগিতামূলক, সবচেয়ে সাশ্রয়ী মূল্যের মডেলটি 81,716 টাকা থেকে শুরু হয়।লঞ্চ হয়ে গেল নতুন Hero Maestro, মাত্র এই দামেই কিনতে পারেন নতুন স্কুটার

Maestro Edge এ সামনের চাকায় ডিস্ক ব্রেক এবং পিছনের চাকায় ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। আর দুইয়ের সমন্বয়ে কার্যকর ব্রেকিং স্কুটারের নিয়ন্ত্রণ নিশ্চিত করে। 5-লিটার ফুয়েল ট্যাঙ্ক সহ 112 কেজি ওজনের হওয়ার কারণে Maestro Edge 125 কে রাস্তায় নিয়ন্ত্রণ করাও বেশ সহজ হয়ে পড়ে। Hero Maestro Edge 125 এর জ্বালানি দক্ষতাও বেশ উন্নত। আরামদায়ক যাত্রার জন্য সামনে দেওয়া হয়েছে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে একটি হাইড্রোলিক রিয়ার শক সাসপেনশন থাকছে।

About Author