প্রিমিয়াম সেগমেন্টে Royal Enfield এর বাইকগুলো মানুষের বেশ পছন্দের। 350 সিসি ইঞ্জিন সহ Royal Enfield এর বাইকগুলোর আলাদাই ক্রেজ রয়েছে সারাদেশে। সম্প্রতি আবার বাজারে নতুন Bullet লঞ্চ হয়েছে। Royal Enfield এর অন্যান্য ইঞ্জিন এবং বাইকের সাথে পরিবর্তন না থাকলেও বাহ্যিক লুকে কিছুটা পার্থক্য রয়েছে। তাহলে Classic এবং Hunter এর সাথে Bullet কেমন প্রতিযোগিতা দেবে দেখে নিন।
New Royal Enfield Bullet : বুলেটের নতুন ভার্সনেও 349 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। এটি Dual Channel ABS সহ সেমি ডিজিটাল স্ক্রিন এবং নানান ফিচারসের সাথে আসে। ইঞ্জিনটি মোট 20hp শক্তি এবং 27 Nm টর্ক তৈরি করতে সক্ষম। বুলেটের এক্স শোরুম দাম রয়েছে 1.74 লক্ষ টাকা থেকে 2.16 লক্ষ টাকা।
Royal Enfield Classic : ইঞ্জিনের কোনো পরিবর্তন নেই এখানে। একই ফিচারস দেখতে পাবেন। কিন্তু ব্রেকিংয়ের জন্য থাকছে সিঙ্গল চ্যানেল ABS। দামী ভার্সনে ডুয়াল চ্যানেলের অপশন রয়েছে যদিও। ক্লাসিক গাড়িটির স্টাইল বাকিদের থেকে অনেকখানি ভিন্টেজ আদলের। Classic 350 বাইকটি 40 কিমি মাইলেজ সহ এক্স-শোরুম দাম থাকছে 1.93 লাখ থেকে 2.24 লাখ টাকা।
Royal Enfield Hunter : Hunter 350 বাইকটি Royal Enfield এর সবথেকে ক্রুজার মোটর সাইকেল। আপনি এখানে 349 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন সহ একাধিক ফিচারস পাবেন যা দামী বাইকেও রয়েছে। হান্টারের এক্স-শোরুম মূল্য 1.50 লাখ থেকে 1.74 লাখ টাকা। আর এই দামের কারণে বাইকটি বুলেটের থেকে 24,000 টাকা সস্তা এবং ক্লাসিকের থেকে 43,000 টাকা সস্তা এবং মিটিওরের (350 সিসি) থেকে 54,000 টাকা সস্তা।