Royal Enfield বাইকগুলোর জবাব নেই। বহু বছর ধরে মানুষ এই বাইকগুলোর প্রতি ভরসা দেখিয়েছেন। প্রতি মাসেই হাজার হাজার বাইক বিক্রি করেছে Enfield। প্রিমিয়াম বাইক সেগমেন্টে Royal Enfield সেরা পারফর্মার। 350 সিসি সেগমেন্টে সদ্যই নতুন Bullet 350 নিয়ে এসেছে তারা। কেমন হলো বাইকটি? চলুন দেখে নেওয়া যাক।
আপাতত বাজারে ক্লাসিক এবং হান্টার বাইক ব্যপকহারে বিক্রি চলছে। কিন্তু নতুন Bullet এই রেকর্ড ভাঙবে বলেই ধারণা RE এর। নতুন বাইকে ইঞ্জিন থেকে শুরু করে বিভিন্ন ফিচারসেও পরিবর্তন করেছে Enfield। কিন্তু ফ্রন্ট ফেসিয়া সহ ফ্রন্ট লুকে কোনো পরিবর্তন নেই। বিগত 54 বছর ধরে একই স্টাইল ধরে রেখেছে চেন্নাইয়ের দু চাকা কোম্পানিটি।
রাখী পূর্ণিমার সময়ই গাড়িটি লঞ্চ হয় বাজারে। মোট 3টি ভেরিয়েন্টে বাইকটি বিক্রি করে Enfield। আপনি নিজের চাহিদা মত ভেটিয়েন্টটি পছন্দ করে সেটি কিনতে পারেন। তবে এবার দাম কিছুটা বাড়িয়েছে Royal Enfield। কত দাম দেখে নিন নীচে।
মিলিটারি ভেরিয়েন্ট – 1.73 লাখ টাকা।
স্ট্যান্ডার্ড ভেরিয়েন্ট – 1.97 লাখ টাকা।
ব্ল্যাক গোল্ড ভেরিয়েন্ট – 2.15 লাখ টাকা।
জানিয়ে দিই এই দাম কেবল এক্স শোরুম মূল্য। 3 সেপ্টেম্বর বাইকের অন রোড দাম জানা যাবে। 5 টি বেশ আকর্ষণীয় রঙের সাথে বাজারে লঞ্চ হয়েছে Bullet 350। বুকিং কিন্তু শুরু হয়ে গিয়েছে তাই দেরী না করে চট করে কিনে নিন বুলেটের নতুন ভার্সন।