TRENDS
Advertisement

সামনে এল নতুন Himalayan এর ফার্স্ট লুক, এই দিনই সাড়ম্বরে লঞ্চ হবে নতুন বাইক

বাজারে আসছে নতুন Royal Enfield Himalayan, দেখে নিন কেমন হবে বাইকটি

Published By: Ritwik | Published On:

বহুদিন ধরে শোনাই যাচ্ছিল Royal Enfield এর হিমালয়ান বাইকটি নিয়ে। কিন্তু এবার কোম্পানি নিজেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে সেই নিয়ে। Royal Enfield তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নতুন Himalayan 452 এর ছবি প্রকাশ করেছে। সেইসাথে কবে বাইকটি লঞ্চ হবে এই তথ্যও সামনে এসেছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কী কী জানা যাচ্ছে।সামনে এল নতুন Himalayan এর ফার্স্ট লুক, এই দিনই সাড়ম্বরে লঞ্চ হবে নতুন বাইক

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে দেখা যাচ্ছে Enfield এর নয়া হিমালয়ানকে। যদিও পুরো ছবি দেয়নি কোম্পানি। কারণ বাইকটির সামনের অংশের ছবিই দিয়েছে Royal Enfield। পিছনের এক চতুর্থাংশের ছবি এখনো ঢাকা। বাইকটি এলেও ছদ্মবেশেই রয়েছে। অর্থাৎ ক্যামোফ্লাজ রঙে রাঙানো রয়েছে বাইকটিকে। পুরো বাইকের ডিজাইনে সামান্য পরিবর্তন চোখে আসছে।

ছবি থেকে বেশ স্পষ্ট যে, নতুন বাইকের ফুয়েল ট্যাঙ্ক এবং টেইল সেকশন সহ সমস্ত বডি প্যানেল সংশোধন করা হয়েছে। এককথায় বলা চলে নয়া অবয়বে হাজির হয়েছে বাইকটি। সামনের অংশে লম্বা ভাইজার, নতুন গোলাকার হেডল্যাম্প এবং হাই মাউন্টেড বডি-কালার ফ্রন্ট ফেন্ডার রয়েছে। বাইকের ইঞ্জিনে যেমন পরিবর্তন এসেছে তেমনই পরিবর্তন দেখা যাচ্ছে তার বডিতেও।

সামনে এল নতুন Himalayan এর ফার্স্ট লুক, এই দিনই সাড়ম্বরে লঞ্চ হবে নতুন বাইক

জানিয়ে রাখি যে, নতুন Himalayan বাইকে 411 সিসির জায়গায় 452 সিসির ইঞ্জিন দেওয়া হয়েছে। এই ইঞ্জিনটি মোট 40 bhp শক্তি এবং 45 Nm টর্ক উৎপন্ন করে। 5 গতির ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে যুক্ত রয়েছে এই ইঞ্জিন। এছাড়া ছবি থেকে স্পষ্ট যে, জ্বালানী ট্যাঙ্কের সামনের অংশের নীচে একটি রেদিয়েটর থাকছে। বাইকটি বাজারে প্রতিযোগিতা করবে KTM 390 অ্যাডভেঞ্চার এবং BMW G 310 GS-এর মতো বর্তমান অ্যাডভেঞ্চার ট্যুরারের সাথে। আগামী 1 নভেম্বর বাজারে লঞ্চ হবে নতুন হিমালয়ান 452।

About Author