ভারতে Yamaha এর বড় বাজার রয়েছে। উচ্চ গতি এবং আকর্ষণীয় ডিজাইনের কারণে Yamaha এর বাইকগুলো বিপুল জনপ্রিয়। আর শীঘ্রই এই বাজারে বড় অংশ দখল করতে নতুন দুটি বাইক আনছে জাপানি কোম্পানি। লঞ্চ হবে Yamaha MT-03 এবং Yamaha YZF-R3। আগামী 15 ডিসেম্বর বাইকদুটি লঞ্চ হতে চলেছে। তার আগে সম্প্রতি সেগুলোর বুকিং শুরু হয়েছে।
Moto GP চলাকালীন উন্মোচন হয় Yamaha MT-03 এবং Yamaha YZF-R3। এরপর আগামী 15 ডিসেম্বর সেগুলো লঞ্চ হবে। তার আগে বিভিন্ন ডিলারশিপ বাইক দুটির বুকিং শুরু করেছে। 5000 টাকা থেকে 20 হাজার টাকা অগ্রিম দিয়ে বুকিং হচ্ছে দুই বাইকের। দাম সহ প্রকাশ্যে সমস্ত তথ্য জানার জন্য গ্রাহকদের অপেক্ষা করতে হবে আগামী 15 ডিসেম্বর পর্যন্ত।
Yamaha এর তরফে বাইকগুলির পাওয়ারট্রেন এবং দাম সম্পর্কে কোনও তথ্য সামনে আসেনি। তবে অনুমান করা যাচ্ছে যে Yamaha MT-03 বাইকটির দাম থাকতে পারে 3.50 লক্ষ টাকা থেকে 4 লক্ষ টাকার মধ্যে। একই দাম থাকবে R3 এর ক্ষেত্রেও।
দুই বাইককেই শক্তি জোগাবে একটু 321 সিসি হাই পাওয়ার ইঞ্জিন। দীর্ঘ যাত্রাতেও যাতে সমস্যা না হয় সেজন্য থাকবে লিকুইড কুল প্রযুক্তি। 17 ইঞ্চির অ্যালয় হুইল সমেত টিউবলেস টায়ার থাকছে বাইকে। MT-03 একটি স্প্লিট সিট এবং 6 গতির ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে আসে। বাজারে বাইকটির মূল প্রতিযোগী হবে KTM 390 Duke এবং Benelli TNT 300-এর মতো শক্তিশালী বাইক।