Read In
Whatsapp
Bike News

নতুন অবতারে বাজারে ঝড় তুলবে ৯০ এর দশকের Honda CD100, লুক ও ফিচার্স দেখে ফিদা হয়ে যাবেন

হোন্ডা মোটরস ভারতে সম্প্রতি তাদের CD100 বাইকের 2023 মডেল লঞ্চ করেছে। আসন্ন পুজোর মরশুমের আগে Honda তাদের পোর্টফোলিওকে পুনরায় নতুন করে লঞ্চ করেছে। CD 110 বাইকের মতো CD 100 বাইকেও হোন্ডার স্পেশ্যাল 10 বছরের ওয়ারেন্টি দিতে পারে Honda।

বাজারে নতুন Honda CD 100 গাড়িটি যে দামে লঞ্চ হয়েছে তাতে সেটি Hero Motocorp এর HF Deluxe এবং Passion Plus এর সাথে জোর টক্কর দেয়। সাশ্রয়ী এই মোটরবাইকে কী ফিচারস এবং দাম রয়েছে তা নিম্নে উল্লেখ করা হলো।

Honda CD 100 বাইকে , 5-স্পোক সিলভার অ্যালয় হুইল, ইকুয়ালাইজার সহ কম্বি-ব্রেক সিস্টেম (CBS), ইঞ্জিন স্টার্ট/স্টপ সুইচ এবং সাইড স্ট্যান্ড ইঞ্জিন ইনহিবিটর সহ CD 100 Dream Deluxe ভেরিয়েন্টে আধুনিক ভিসার এবং ফেন্ডারের পাশাপাশি স্টাইলিশ গ্রাফিক্সও উপস্থিত রয়েছে।

বাইকে হাই-কোয়ালিটির টিউবলেস টায়ার সহ ডিসি হেডল্যাম্প রয়েছে। গাড়িকে শক্তি জোগানোর জন্য উন্নত স্মার্ট পাওয়ার (eSP) এবং ACG মোটর সহ PGM-FI ইঞ্জিন রয়েছে। গাড়িটি 7,500 rpm এ মোট 8.7 bhp-এর শক্তি এবং 5,550 rpm-এ 9.30 Nm-এর সর্বোচ্চ টর্ক তৈরি করে। 4-গতির গিয়ারবক্সের সাথে বাজারে লঞ্চ হয়েছে CD 100।

Honda CD 110 বাইকের প্রারম্ভিক এক্স-শোরুম দাম রয়েছে 73,400 টাকা। নতুন CD 100 বাইকের দামও CD 110 বাইকের দাম প্রায় এর কাছাকাছিই থাকতে পারে। প্রসঙ্গত, বাজেটের মধ্যেই আপনি শক্তি, কমফোর্ট এবং মাইলেজের অসাধারণ কম্বো পেয়ে যাবেন।

Back to top button