TRENDS
Advertisement

1 টাকা খরচে ছুটবে 10 কিমি, দেশবাসীর কথা ভেবে দুর্দান্ত ই-বাইক আনলো Tata! দাম কত?

এবার ভ্রমণ হয়ে যাচ্ছে আরো সস্তা। অবশ্য শুধু সস্তা বললেও ভুল বলা হয়। 10 কিমি যেতে আপনার খরচ হবে মাত্র 1 টাকা, বা কিলোমিটারে 10 পয়সা! টাটা কোম্পানির নতুন বাইক…

Published By: Writer Desk | Published On:

এবার ভ্রমণ হয়ে যাচ্ছে আরো সস্তা। অবশ্য শুধু সস্তা বললেও ভুল বলা হয়। 10 কিমি যেতে আপনার খরচ হবে মাত্র 1 টাকা, বা কিলোমিটারে 10 পয়সা! টাটা কোম্পানির নতুন বাইক Stryder Zeeta ঠিক এতটাই সস্তা! পরিবেশ দূষণ থেকে আপনার গাঁটের কড়ি, সবই থাকবে বেশ সুরক্ষিত। এই বৈদ্যূতিক বাইকের সমস্ত ফিচার জেনে নেওয়া যাক চলুন।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

নতুন এই বাইকে রয়েছে অত্যাধুনিক সমস্ত ফিচার। বাইকটিকে শক্তি দেওয়ার জন্য রয়েছে 36 V এবং 250 W এর BLDC হাব মোটর। 40 কিমি রেঞ্জ দিতে পারে এই বাইকটি। যা চার্জ করতে আপনার 3 ঘণ্টা সময় লাগে। আর এই বাইকে প্রতি কিলোমিটার যেতে আপনার মোট খরচ হবে মাত্র 10 পয়সা! জিরো কার্বন এমিশনের বাইকটি ঘণ্টায় 25 কিমি বেগে ছুটতেও পারে।

সাইক্লিং যাদের শখ তাদের জন্য দারুণ এই নতুন বাইক। নতুন জেনারেশনের এই বাইকটি আপনার শরীরচর্চা এবং স্বাচ্ছন্দ্য উভয়ই থাকতে চলেছে। এছাড়া রয়েছে অটো-কাট ব্রেক। দুই চাকতেই থাকছে ডিস্ক ব্রেক। এছাড়া স্টিল ফ্রেমের এই বাইকটি বেশ মজবুত মানের হওয়ায় আপনাকে বেশ সুবিধাও দেয়। সাথে দামের পরিমাণও বেশ কম। চলুন সেই নিয়েও জানাই আপনাদের।

Tata Stryder অবশ্য বাজারে অনেক বাইক বিক্রি করে যেমন Voltic 1.7, ETB 100 এবং Voltic Go। আজ যে বাইকটির কথা বলছি তার নাম Zeeta Plus। এই বাইকটির দাম রয়েছে 25,995 টাকা। আপাতত গ্রিন এবং গ্রে, এই দুই রংয়েই উপলব্ধ রয়েছে বাইকটি।

About Author