TRENDS
Advertisement

Honda Livo: পুজোর আগে খাসা বাইক লঞ্চ করলো হোন্ডা, ফাটাফাটি দেখতে, ফিচার্সও ঝাক্কাস

উৎসবের মরশুমের আগে আরো একটি নতুন বাইক লঞ্চ করেছে হোন্ডা মোটরস, দেখুন কী কী ফিচারস থাকছে সেখানে।

Published By: Ritwik | Published On:

আসন্ন উৎসবের মরশুমের কথা মাথায় রেখে Honda তাদের Livo গাড়িটির নতুন ভার্সন লঞ্চ করেছে বাজারে। আপডেটেড ইঞ্জিনের সাথে বাজারে এসেছে নতুন Livo। এই বাইকে স্মার্ট ফিচারস ছাড়াও পুরো 10 বছরের ওয়ারেন্টি দিচ্ছে Honda! তাই চলুন দেখে নেওয়া যাক গাড়িটিকে। Honda Livo: পুজোর আগে খাসা বাইক লঞ্চ করলো হোন্ডা, ফাটাফাটি দেখতে, ফিচার্সও ঝাক্কাস

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

ইঞ্জিন ও মাইলেজ: Honda Livo বাইকে কোম্পানি নতুন OBD2 কমপ্লায়েন্ট 109 সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ইঞ্জিন ব্যবহার করেছে। আর এই ইঞ্জিনটি মোট 8.67bhp শক্তি এবং 9.30Nm টর্ক জেনারেট করতে সক্ষম। ARAI সার্টিফায়েড 60 কিমি মাইলেজ পাওয়া যায় এই গাড়িতে।

লেটেস্ট টেকনোলজি : লিভো বাইকে আপনি ফুয়েল ইনজেকশন ও সাইলেন্ট স্টার্ট প্রযুক্তির সুবিধা পেয়ে যাবেন। গাড়িতে প্রোগ্রামড ফুয়েল ইনজেকশন (PGM-FI) প্রযুক্তি পারফরম্যান্স উন্নত করার পাশাপাশি এর মাইলেজও বাড়িয়ে দেয় অনেকখানি। Honda Livo: পুজোর আগে খাসা বাইক লঞ্চ করলো হোন্ডা, ফাটাফাটি দেখতে, ফিচার্সও ঝাক্কাস

সাসপেনশন এবং ব্রেকিং : Livo বাইকে 4-গতির ট্রান্সমিশন গিয়ারবক্স রয়েছে। বাইকে 18-ইঞ্চির অ্যালয় হুইল থাকছে। এটি সামনের দিকে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে ডুয়াল স্প্রিং সাসপেনশন দ্বারা সজ্জিত। উভয় চাকাই স্ট্যান্ডার্ড হিসাবে ড্রাম ব্রেকের সাথে আসে, কিন্তু আপনি হাই ভেরিয়েন্ট কিনলে সেখানে ডিস্ক ব্রেকের সুবিধা দেখতে পাবেন।

ফিচারস : গাড়িটি যে সেগমেন্টে আসে সেই তুলনায় অনেক বেশি ফিচারস রয়েছে এই গাড়িতে। সেখানে ইন্টিগ্রেটেড ইঞ্জিন স্টার্ট/স্টপ সুইচ, ডিসি হেডল্যাম্প, কম্বাইন্ড-ব্রেকিং সিস্টেম, টিউবলেস টায়ার থাকছে। এখানে উল্লেখ্য যে , গাড়িটির ডিজাইন অনেকাংশে একই রয়েছে। তবে নতুন ভার্সনে ফুয়েল ট্যাঙ্ক এবং হেডল্যাম্পের ওপর আপডেটেড গ্রাফিক্স দিয়েছে Honda Motors। Honda Livo: পুজোর আগে খাসা বাইক লঞ্চ করলো হোন্ডা, ফাটাফাটি দেখতে, ফিচার্সও ঝাক্কাস

গাড়িটির দাম কত : ড্রাম ব্রেক ভেরিয়েন্টের এক্স-শোরুম দাম রয়েছে 78,500 টাক। ডিস্ক ব্রেক ভেরিয়েন্টের এক্স-শোরুম দাম পড়বে 82,500 টাকা।

About Author