Read In
Whatsapp
Bike News

1 লাখের বাজেটে নিয়ে যান নতুন TVS-র Mini Apache, পাবেন 67 কিমি মাইলেজ ও জম্পেশ ফিচার্স

Apache বাইকের সাফল্যের পর সেই পথ অনুসরণ করে বাজারে নতুন Raider বাইক লঞ্চ করেছে TVS। নতুন থিম তরুণ প্রজন্মকে আরো বেশী আগ্রহী করে তুলবে। বাইক-প্রেমীদের চমক দিতে মার্ভেল থিমের উপর ভিত্তি করেই সুপার স্কোয়াড এডিশনও লঞ্চ করেছে সংস্থাটি। Raider বাইকটির দাম, ফিচারস ইত্যাদি দেখে নিন।

একাধিক স্মার্ট ফিচারসের সাথে বাইকটি বেশ আলোড়ন ফেলেছে বাজারে। Raider এর নতুন 125 SmartXonnect মডেলটিতে রয়েছে আধুনিক সমস্ত সুবিধা। 5-ইঞ্চি TFT স্ক্রিনের মাধ্যমে আপনি স্মার্টফোনের সাথে বাইকটিকে কানেক্ট করে নিতে পারবেন। সেখানেই কল, এসএমএস, টার্ন বাই টার্ন নেভিগেশন, আবহাওয়ার মত ফিচারসের সুবিধা পাওয়া যাবে। স্মার্টফোনে আর হাতই দেওয়ার দরকার পড়বে না।

Raider 125 এর পাওয়ারট্রেনও বেশ শক্তিশালী। 124.8 সিসির ওয়ান সিলিন্ডার থ্রি ভালভ ইঞ্জিনটি এয়ার কুল প্রযুক্তির সাথে আসে। ইঞ্জিনটি 7,500 rpm এ সর্বোচ্চ 11.2 bhp শক্তি এবং 6,000 rpm এ 11.2 Nm পিক টর্ক তৈরি করতে সক্ষম। ফলে বেশ পাওয়ারফুল পারফরম্যান্স মিলবে সেই নিয়ে কোনো সন্দেহই নেই। Raider 125 এর ইঞ্জিন একটি 5 গতির গিয়ারবক্সের সাথে যুক্ত রয়েছে। যা মাত্র 5.9 সেকেন্ডেই 60 kmph গতি তুলতে সক্ষম।

এক্ষেত্রে উল্লেখ্য, গাড়িটি যেমন শক্তিশালী তেমনই দারুণ মাইলেজ দেয়। প্রতি লিটারে 67 কিলোমিটার ছুটতে সক্ষম Raider 125। গাড়িতে মোট দুইখানা মোড রয়েছে, এগুলো হলো ইকো মোড এবং দ্বিতীয়টি পাওয়ার মোড। গাড়ির তেল ফুরিয়ে আসলেও আগে থেকেই জানতে পারবেন আপনি। Raider 125 এর এক্স শোরুম দাম শুরু হচ্ছে 93,719 টাকা থেকে!

Back to top button