TRENDS
Advertisement

কত মাইলেজ রয়েছে Suzuki Hayabusa তে, এক মাস চালানোর খরচই বা কত দেখুন

সুপারবাইকের কথা বললে Ducati এবং Kawasaki এর নানান বাইকের সাথে নাম আসবে Suzuki এর হায়াবুসার (Suzuki Hayabusa)। সেই কবে বলিউড ধুম সিনেমা করেছে, অত বছর আগে থেকে আজ অবধি হায়াবুসার…

Published By: Ritwik | Published On:

সুপারবাইকের কথা বললে Ducati এবং Kawasaki এর নানান বাইকের সাথে নাম আসবে Suzuki এর হায়াবুসার (Suzuki Hayabusa)। সেই কবে বলিউড ধুম সিনেমা করেছে, অত বছর আগে থেকে আজ অবধি হায়াবুসার জনপ্রিয়তা একটুও ক্ষুণ্ণ হয়নি। ভারতে তো বটেই , সারাবিশ্বে দারুণ জনপ্রিয় এই বাইক।Suzuki Hayabusa

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

1999 সালে প্রথমবারের জন্য বাজারে আসে Hayabusa। জনপ্রিয়তা পেয়েছে বটে কিন্তু এই বাইক কি নিত্যকার যাতায়াতের উপযোগী? আজ সেই প্রশ্নের উত্তর খুঁজতে হাজির আমাদের এক্সপার্ট টিম। চলুন তাই জেনে নেওয়া যাক।

নিত্য যাতায়াত করার জন্য বাইকে একগুচ্ছ ফিচারসের প্রয়োজন পড়ে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটির মাইলেজ। রিপোর্ট অনুযায়ী সুজুকি হায়াবুসা বাইকে 15 থেকে 18 কিলোমিটার প্রতি লিটার মাইলেজ পাওয়া যায়। 20 লিটারের ফুয়েল ট্যাংক সহ গাড়িটি একবার ট্যাংকি ভর্ত্তি করলে 300 থেকে 360 কিমি ছুটতে পারে।

কত মাইলেজ রয়েছে Suzuki Hayabusa তে, এক মাস চালানোর খরচই বা কত দেখুন

Hayabusa বাইকের একবার ট্যাংকি ভর্ত্তি করতে খরচ পড়বে 2000 টাকা। নিত্য 50 কিমি যাতায়াত করলে 300 টাকা খরচ হয়। সেই হিসেবে সারা মাসে খরচ পড়বে 9000 টাকা। কমিউটার বাইকের সাথে তুলনা করলে বেশি হলেও যাদের সুপারবাইক চালানোর শখ রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্য খুব বড় ব্যপার নয় এটি।

About Author