কিছুদিন আগেই বাজার কাঁপিয়ে আসে নতুন Harley Davidson X440। Hero Motocorp এর সাথে হাত মিলিয়ে বাইকটি লঞ্চ করে Harley Davidson। Harley Davidson আগে বাইক বিক্রী করলেও দুই কোম্পানির জয়েন্ট ভেঞ্চারের প্রথম পণ্য X440। এবার খুবই জলদি বাইকটি হাতে পাবেন গ্রাহকরা।
এতদিন চলছিল অপেক্ষার পালা। সেই কোন জুলাই মাসে বাইকটি লঞ্চ হয় তারপর থেকে চলতে থাকে অপেক্ষা। এবার খবর আসছে আগামী 15 অক্টোবর থেকে উৎসবের মরশুমের ঠিক আগেই বাইকটি হাতে পাবেন গ্রাহকরা। দারুণ শক্তি নিয়ে বাজারে আসছে X440, যা Royal Enfield এর আধিপত্যে বড় প্রশ্নচিহ্ন তুলতে পারে।
রেট্রো-ডিজাইন এবং গোল হেডল্যাম্প সহ একটি টিয়ারড্রপ-প্যাটার্নের জ্বালানী ট্যাঙ্কের সাথে আসে Harley Davidson X440। আধুনিক ফিচারস, এলইডি আলো, এলসিডি ইন্সট্রুমেন্ট কনসোল এবং স্টাইলিশ অ্যালয় হুইলের সাথে দেখা যায় বাইকটিকে। মাত্র 5000 টাকার টোকেন মানি দিয়ে বুক করতে হতো এই বাইককে। 2.29 লক্ষ টাকার এক্স-শোরুম দামের সাথে লঞ্চ হয় বাইকটি। বাইকটির ফিচারস দেখে নেওয়া যাক চলুন।
হারলে-ডেভিডসন X440 বাইকে 398 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে যা মোট 27 bhp শক্তি এবং 38nm এর টর্ক তৈরি করতে সক্ষম। ইঞ্জিনটি মোট 6-স্পীড গিয়ারবক্সের সাথে যুক্ত। বাইকের সামনের দিকে ইনভার্টেড কাঁটা রয়েছে, আর পিছনের অংশে থাকছে টুইন শক অ্যাবজর্বার। ডুয়াল-চ্যানেল ABS এবং দুই চাকাতেই ডিস্ক ব্রেক পাওয়া যায়।