Read In
Whatsapp
Bike News

মার্কেটে চাহিদা তুঙ্গে! 25,000 বুকিং ছাড়িয়েছে Harley-Davidson X440-র, চিন্তা বাড়ল এনফিল্ডের

প্রথম মাসেই বিপুল সংখ্যক বুকিং পেয়েছে Harley-Davidson X440। গত মাসেই বাজারে হিট করেছে সংস্থার নতুন তিনটি মডেল। আর তারমধ্যেই প্রায় 25,000 এরও বেশি বুকিং জমা হয়েছে বলে খবর। সংস্থা এইদিন তাদের বিবৃতিতে জানিয়েছে, ইতিমধ্যেই 25,597 জন ক্রেতা এই মোটরসাইকেল কেনার জন্য বুকিং করেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত জুলাই মাসে বাইকটির দাম ধার্য করা হয়েছিল 2.29 লাখ টাকা (এক্স-শোরুম)। তবে চলতি মাসের শুরুতে আরও 10,500 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয় হিরো মটোকর্প এবং হারলে-ডেভিডসন। গত 4 অগাস্ট থেকে তিনটি ভেরিয়েন্টেই লাগু হয়েছে নতুন দাম। অর্থাৎ, এখন যদি কেউ Harley-Davidson X440 কিনতে চান তাহলে তাকে খরচ করতে হবে প্রায় 2.40 লাখ টাকা (এক্স-শোরুম)।

প্রসঙ্গত উল্লেখ্য, গত মাসের 4 তারিখ থেকেই বাইকটির জন্য বুকিং শুরু করেছিল সংস্থাটি। মাত্র এক মাসের মধ্যেই এই বিপুল সংখ্যক ক্রেতা আগ্রহ দেখিয়েছে এই বাইকটির প্রতি। শোনা যাচ্ছে, আগামী সেপ্টেম্বর মাস থেকেই শুরু হবে বাইক উৎপাদন। তবে ডেলিভারি পেতে গেলে আরও একটু অপেক্ষা করতে হবে। খুব সম্ভবত আসন্ন সেপ্টেম্বর থেকে ডেলিভারি শুরু করবে সংস্থাটি।

তবে জানিয়ে দিই, Harley-Davidson X440 প্রথম নয় যারা প্রথম মাসেই 25 হাজার বুকিং পেয়েছে। এর আগে লঞ্চ হওয়া Triumph Speed 400-ও প্রথম 10 দিনেই 10,000 বুকিং পেয়েছিল। গত মাসেই খবর মিলেছিল, প্রায় 17,000 এর বেশি বুকিং পেয়েছিল Triumph Speed 400। সর্বপরি, এই দুটি বাইক যে সত্যিই বাজার কাঁপাচ্ছে সেকথা বলাই বাহুল্য।

Harley-Davidson X440 এর ফিচার্স : বহুল চর্চিত এই বাইকটিতে রয়েছে 440 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে যা সর্বোচ্চ 27 হর্সপাওয়ার এবং 38 নিউটন মিটার টর্ক তৈরি করে। এছাড়াও রয়েছে 6 স্পিড গিয়ারবক্স। যদিও বাইকের বেস ভেরিয়েন্টে ব্লুটুথ কানেকশন নেই। তবে টপ মডেলে রয়েছে স্মার্টফোন কানেকশন। পাশাপাশি এতে পেয়ে যাবেন ডিজিটাল কনসোল এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। এইমুহুর্তে ভিভিড, ডেনিম এবং এস—এই তিনটি মডেল উপলব্ধ রয়েছে বাজারে।

প্রসঙ্গত উল্লেখ্য, Harley-Davidson X440-র জনপ্রিয়তা দেখে সংস্থার সিইও নিরঞ্জন গুপ্তা বলেন, ‘আমরা এই বাইকের গ্রাহকদের প্রতিক্রিয়া দেখে আনন্দিত। হিরো মটোকর্পের এই সেগমেন্টে গ্রাহকদের আস্থা দেখাতে পেরে আনন্দিত আমরা। তবে বড় বিষয় হল, আমাদের বেশিরভাগ বুকিং টপ মডেলের জন্য এসেছে যা স্পষ্ট ভাবে ইঙ্গিত করে গ্রাহকরা সঠিক ব্র্যান্ড এবং সঠিক মডেলের জন্য উচ্চ মূল্য দিতে ইচ্ছুক।’

Back to top button