Read In
Whatsapp
Bike News

নতুন Shotgun 650 নিয়ে আসছে Royal Enfield, লঞ্চের আগেই লিক হয়ে গেল গোপন ছবি!

Royal Enfield Bullet লঞ্চ হয়েছে। আসন্ন সময়ে Royal Enfield নতুন Himalayan 450, Bobber এবং আরো বেশ কয়েকটি নতুন বাইক লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। Bullet 350 এর সফল লঞ্চের সাথে সাথেই উৎসবের মরশুমের আগে নিজেদের পোর্টফোলিও পুরোপুরি বদলে ফেলতে চাইছে সংস্থাটি। Bullet এর আগে বাজারে আসে Super Meteor 650। আসন্ন সময়ে Shotgun 650 লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে কোম্পানিটি।

650cc লাইনআপে Royal Enfield দারুণ সাফল্য পেয়েছে। তারপর থেকেই এই সেগমেন্টে নিজেদের পোর্টফোলিও আরো বড় করতে আগ্রহী RE। 650 সিসির প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তিনটি ভিন্ন ডিজাইনের বাইক বাজারে লঞ্চ করেছে , এগুলো হলো nterceptor 650, Continental GT 650 এবং Super Meteor 650। এবার প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করেই আসবে নতুন Shotgun 650।

বাইকটি এখনো বাজারে না এলেও তার কিছু ডিজাইন এবং ছবি দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। Royal Enfield আপাতত SG 650 নামে একটি প্রজেক্টের ওপর কাজ চালাচ্ছে। তাই এমন নামের সাথে দেখা গিয়েছে বাইকটিকে। এক জনৈক ইউটিউব বাইকটির ছবি এবং ডিজাইন রেন্ডার করেছে। সেখানে একটি পিলিয়ন সিট দেখতে পাবেন আপনি।

রয়্যাল এনফিল্ড শটগান 650 সুপার মেটিওর 650 এর অনুরূপ প্ল্যাটফর্ম ব্যবহার করবে। ফ্রেম ইন্টারসেপ্টর এবং কন্টিনেন্টাল জিটি থেকে কিছুটা আলাদা হতে চলছে। প্রায় একই ডিজাইন শৈলীর সাথে এলেও Super Meteor 650 এর চেয়ে দীর্ঘ হবে বাইকটি। গোল হেডলাইট ক্ল্যাম্প, গোলাকার ইন্ডিকেটর এবং টেল লাইট সহ বৃত্তাকার LED হেডলাইট রয়েছে Shotgun 650 তে।

বাইকটিতে 648cc প্যারালাল-টুইন ইঞ্জিন থাকতে পারে। এই ইঞ্জিন মোট 47.65 PS শক্তি এবং 52 Nm পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম। আসন্ন বাইকে ডুয়াল-টোন ইফেক্ট সহ টিয়ার-ড্রপ শেপ ফুয়েল ট্যাঙ্ক, রেট্রো বডি প্যানেল এবং ভিনটেজ চার্ম থাকবে। নিও রেট্রো ডিজাইন গ্রাহকদের মোহিত করতে বাধ্য।

প্রত্যাশিত দাম: এখনো দাম জানা যায়নি, তবে আশা করা হচ্ছে বাইকটির দাম থাকবে 3.25 লক্ষ টাকা। আগামী মার্চ 2024 নাগাদ বাইকটি লঞ্চ হতে পারে।

Back to top button