TRENDS
Advertisement

Yamaha FZ X নাকি Royal Enfield Hunter 350, আপনার জন্য কোন গাড়িটি হবে বেস্ট? পার্থক্য দেখে বুঝে নিন

বর্তমানে তরুণ প্রজন্মের কাছে স্পোর্টস বাইকের থেকেও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে বিভিন্ন ক্রুজার বাইক। আর এক্ষেত্রে Ymaha এর FZ X এবং Royal Enfield Hunter বেশ বড় প্রতিদ্বন্দ্বি। কিন্তু কোন ক্রুজার…

Published By: Ritwik | Published On:

বর্তমানে তরুণ প্রজন্মের কাছে স্পোর্টস বাইকের থেকেও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে বিভিন্ন ক্রুজার বাইক। আর এক্ষেত্রে Ymaha এর FZ X এবং Royal Enfield Hunter বেশ বড় প্রতিদ্বন্দ্বি। কিন্তু কোন ক্রুজার বাইক এগিয়ে? চলুন সেই তথ্যই জানাচ্ছি আপনাদের।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Yamaha FZ X :

নিও রেট্রো-ডিজাইনের বাইকে 149 সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন রয়েছে। গাড়িতে রয়েছ রাউন্ড হেডলাইট, লম্বা-সেট হ্যান্ডেলবার, ইঞ্জিন কাউল, স্টেপ-আপ সিট, সিঙ্গেল চ্যানেল ABS এবং সাইড-স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ ফাংশনের মতো নয়া ফিচার। এছাড়া আপনি ব্লুটুথের সাপোর্ট পেয়ে যাবেন। Yamaha Y-Connect অ্যাপের মাধ্যমে অতিরিক্ত তথ্য আপনার ফোনেই চলে আসবে।Yamaha FZ X নাকি Royal Enfield Hunter 350, আপনার জন্য কোন গাড়িটি হবে বেস্ট? পার্থক্য দেখে বুঝে নিন

বাইকটি 7,250 rpm এ 12.2 bhp শক্তি উৎপন্ন করে এবং গাড়িটির পিক টর্ক 13.3 Nm এর। টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং সেভেন স্টেপ প্রিলোড-অ্যাডজাস্টেবল রিয়ার মনো-শক সাসপেনশনের কারণে রাইডিং অভিজ্ঞতাও দারুণ থাকবে আপনার। এছাড়া বাইকটির সামনে এবং পিছনে ডিস্ক ব্রেক আর 17-ইঞ্চির অ্যালয় হুইল রয়েছে। বাজারে গাড়িটির দাম শুরু হচ্ছে 1,35,900 টাকা থেকে।

Royal Enfield Hunter 350 :

বর্তমানে বেশ ভালই ঝড় তুলেছে বাইকটি। বিক্রীর নিরিখে বুলেট 350 এবং ক্লাসিক 350 কে পিছনে ফেলেছে Hunter। 349.9 সিসির ইঞ্জিন সর্বোচ্চ 20.4 PS শক্তি এবং 27 Nm টর্ক জেনারেট করতে সক্ষম। শক্তিশালী হওয়ার পরেও 36.2 কিমির মাইলেজ দেয়। সামনে এবং পিছনে ডাবল ডিস্ক ব্রেক থাকে। মোট তিনটি ভার্সনে আসে গাড়িটি।Yamaha FZ X নাকি Royal Enfield Hunter 350, আপনার জন্য কোন গাড়িটি হবে বেস্ট? পার্থক্য দেখে বুঝে নিন

রেট্রো-স্টাইলের সেমি ডিজিটাল ক্লাস্টারের সাথে বাইকটির এক্স শোরুম প্রাইস রয়েছে 1,49,900 লক্ষ টাকা। টপ ভ্যারিয়েন্ট নিতে গেলে আপনাকে 1,74,655 লক্ষ টাকা খরচ করতে হবে। 5 গিয়ার ট্রান্সমিশনের সাথে 13 লিটারের জ্বালানি ট্যাংক আপনাকে দীর্ঘ রুটে চালাতে সাহায্য করবে।

About Author