সদ্যই Honda বাজারে এনেছে নতুন রেট্রো ক্লাসিক ডিজাইনের বাইক CB 350। বাইকটির মূল টার্গেট Royal Enfield Classic 350। এতদিন ধরে প্রায় একাই এই সেগমেন্টে রাজ চালিয়েছে Royal Enfield। নতুন বাইক লঞ্চ করে সেই বাজারকেই টার্গেট করেছে Honda।
CB350 বাইকটি বাজারে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে Honda। এগুলো হলো DLX এবং DLX PRO। যে দাম এবং বাজেটের সাথে গাড়িটি লঞ্চ হয়েছে তাতে Royal Enfield Classic 350 বড় টক্কর পাবে। Honda CB 350 বাইকটি কেবল Big Wing ডিলারশিপ থেকেই বিক্রি করবে Honda। এখানে উল্লেখ্য যে, বাইকে10 বছরের ওয়ারেন্টি রয়েছে। (3 বছরের স্ট্যান্ডার্ড+অতিরিক্ত 7 বছর)।
CB350 সম্পূর্ন ক্লাসিক চেহারা নিয়ে এসেছে বাজারে। ক্রোম বেজেল সমেত বাইকটির লুক দারুণ আকর্ষণীয়। বাইকে ম্যাট লুক ফিচারসও দেখতে পাওয়া যায়। CB350 বাইকে রয়েছে স্প্লিট সিট, মেটাল ফেন্ডার, মেটালিক ফ্রন্ট ফর্ক কভার এবং একটি অল-এলইডি লাইটিং সিস্টেম (গোলাকার এলইডি হেডলাইট, এলইডি উইঙ্কার এবং এলইডি টেল ল্যাম্প)।
Honda CB350 ইঞ্জিন স্পেসিফিকেশন: Honda CB 350 বাইকে 348 সিসি এয়ার-কুল, 4-স্ট্রোক, সিঙ্গল-সিলিন্ডার, PGM-Fi ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন 5,500rpm-এ 20.7 hp শক্তি এবং 3,000rpm-এ 29.4Nm পিক টর্ক তৈরি করতে সক্ষম। CB350 বাইকটি একটি ডাবল-ক্র্যাডেল ফ্রেমের মধ্যে আবদ্ধ এবং একটি পাঁচ-গতির গিয়ারবক্সের যুক্ত রয়েছে।
একনজরে সমস্ত বৈশিষ্ট্য
1) বাইকটি পার্ল ইগনিয়াস ব্ল্যাক, প্রিসিয়াস রেড মেটালিক, ম্যাট ক্রাস্ট মেটালিক, ম্যাট মার্শাল গ্রিন মেটালিক এবং ম্যাট ডুন ব্রাউন এই রঙের সাথে উপলব্ধ।
2) ডিজিটাল-অ্যানালগ ইন্সট্রুমেন্টাল ক্লাস্টার
3) হোন্ডা স্মার্টফোন ভয়েস কন্ট্রোল সিস্টেম (HSVCS)
4) ইমার্জেন্সি স্টপ সিগন্যাল ফিচার
5) গোলাকার আকৃতির হেডল্যাম্প
6) লম্বা ধাতব ফেন্ডার
7) 348.36cc সিঙ্গল-সিলিন্ডার BSVI OBD2-B কমপ্লায়েন্ট PGM-FI ইঞ্জিন
8) বাইকটির সর্বোচ্চ শক্তি: 5,500rpm এ 20.7hp
9) বাইকের সর্বোচ্চ টর্ক: 3,000 rpm এ 29.4Nm
10) টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং প্রেসারাইজড নাইট্রোজেন চার্জড রিয়ার সাসপেনশন।
CB 350 বাইকে সাসপেনশনের জন্য থাকছে নাইট্রোজেন-চার্জড রিয়ার সাসপেনশন এবং টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক রয়েছে। ডুয়াল-চ্যানেল ABS সহ দুই চাকাতেই ডিস্ক ব্রেক পাওয়া যায়। সামনে 310mm এবং পিছনে 240mm ডিস্ক ব্রেক সহ বাইকটির স্টপিং পাওয়ারও দারুণ। বাইকটির DLX ভেরিয়েন্টটির এক্স শোরুম দাম 1.99 লক্ষ টাকা, DLX PRO এর এক্স শোরুম দাম থাকছে 2.17 লক্ষ টাকা।