TRENDS
Advertisement

Royal Enfield VS TVS Apache: জোর টক্কর দুই সংস্থার, কোন গাড়িটি এগিয়ে?

রয়্যাল এনফিল্ডের শক্তিশালী ইঞ্জিন নাকি অ্যাপাচির মডার্ন ড্যাশিং স্টাইল, কোন বাইকটি আপনার জন্য সঠিক ? দেখে নিন বিস্তারিত তুলনাটি জেনে নিন

Published By: Ritwik | Published On:

ভারতের প্রিমিয়াম বাইক নির্মাতার তালিকায় নাম রয়েছে Royal Enfield এর। বিগত সময়ে বিক্রির রেকর্ড বানিয়েছে কোম্পানিটি। কিন্তু এবার ভারতের বাজারে বড় টক্কর দেবে TVS। তরুণদের মধ্যে Royal Enfield যেমন বেশ বিখ্যাত, তেমনই বিখ্যাত TVS এর Apache। সম্প্রতি Apache সিরিজের নতুন বাইক সামনে এনেছে TVS, কিন্তু Royal Enfield এর সাথে টক্করে কেমন স্থানে রয়েছে বাইকটি? চলুন জেনে নেওয়া যাক।Royal Enfield VS TVS Apache: জোর টক্কর দুই সংস্থার, কোন গাড়িটি এগিয়ে?

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

অ্যাপাচে সিরিজের বাইকগুলো বেশ স্পোটি লুকের সাথে আসে। শক্তিশালী ইঞ্জিন এবং লুকের কারণে বাজারে গাড়িগুলোর জনপ্রিয়তাও বেড়েছে অনেকখানি। এক্ষেত্রে সেগমেন্ট আলাদা হলেও বাজেটের অংকে Royal Enfield Classic 350 কে টক্কর দেবে নতুন Apache rtr 200 4v । প্রসঙ্গত জানিয়ে রাখি যে, রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 এর এক্স-শোরুম দাম শুরু হচ্ছে 1.93 লক্ষ টাকা থেকে 2.24 লক্ষ টাকা পর্যন্ত।Royal Enfield VS TVS Apache: জোর টক্কর দুই সংস্থার, কোন গাড়িটি এগিয়ে?

Enfield এর শক্তিশালী ইঞ্জিন কিন্তু একইসাথে 32 কিমি মাইলেজ দেয়। রেট্রো স্টাইলের বাইকটি মোট 15টি ভিন্ন ভিন্ন রঙের সাথে বাজারে উপলব্ধ। 349 সিসির J সিরিজের ইঞ্জিন 20.2 bhp শক্তি এবং 27 Nm টর্ক জেনারেট করতে সক্ষম। তবে Apache গাড়িটির ইঞ্জিন কম শক্তিশালী। কারণ Apache তে থাকছে 197.75 সিসির ইঞ্জিন।

Royal Enfield VS TVS Apache: জোর টক্কর দুই সংস্থার, কোন গাড়িটি এগিয়ে?Apache সিরিজের নতুন Apache RTR 200 4V গাড়িটি ইতিমধ্যেই বাজারে বিরাট হাইপ তৈরি করেছে। 1.42 লক্ষ টাকার এক্স শোরুম দামের সাথে বাজারে লঞ্চ হয়েছে গাড়িটি। সেটি 5 গতির ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে আসে এবং 41.9 কিমি মাইলেজ দেয়। 5 গতির ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে মোট 20.54 bhp শক্তি এবং 17.25 Nm টর্ক উৎপন্ন করে নতুন Apache। ফলে বোঝাই যাচ্ছে পারফরম্যান্সের দিক দিয়ে খুব পিছনে নেই নতুন Apache RTR। তাই বাজার দখলের লড়াইতে দুই গাড়ির বড় টক্কর হবে আগামীদিনে।

About Author