TRENDS
Advertisement

খাসা ফিচারে কাবু হবে বাইক প্রেমীরা, বৈদ্যুতিক মোটরসাইকেল আনছে Royal Enfield! দাম কত?

বাজারে আসছে Royal Enfield এর বৈদ্যুতিক বাইক! বড় ঘোষণা বাইক সংস্থাটির

Published By: Ritwik | Published On:

প্রিমিয়াম সেগমেন্টে ভারতের নম্বর ওয়ান বাইক কোম্পানি Royal Enfield। বহুবছর ধরে ভারতের বাজারে বাইক বিক্রি করছে সংস্থাটি। এই সেগমেন্টের লিডার তো বটেই, এককথায় বলা চলে প্রিমিয়াম সেগমেন্টে একচ্ছত্র রাজ চালায় তারা। ক্লাসিক, বুলেটের মতো এভারগ্রীন বাইকের সাথে সাথে হান্টার, মিটিওর, কন্টিনেন্টাল, হিমালয়ান, ইন্টারসেপ্টার সহ একাধিক হাই-এন্ড বাইক লঞ্চ করে বাজার দখল করেছে Royal Enfield। এবার বৈদ্যুতিক বাইকের বাজারে পা রাখতে চলেছে সংস্থাটি। খাসা ফিচারে কাবু হবে বাইক প্রেমীরা, বৈদ্যুতিক মোটরসাইকেল আনছে Royal Enfield! দাম কত?

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

জ্বালানি চালিত গাড়ির বাজার যে বেশীদিন চলবেনা তা বুঝেই নতুন পদক্ষেপ নিয়েছে Royal Enfield। এই সেগমেন্টে অবশ্য কিছুটা এগিয়ে Hero Motocorp। তারা আমেরিকান বাইক নির্মাতা Zero Motorcycles এর সাথে চুক্তি করেছে প্রিমিয়াম ইলেক্ট্রিক বাইক লঞ্চ করার বিষয়ে। এবার রয়্যাল এনফিল্ডও নাম লিখিয়েছে সেই তালিকায়। খোদ RE এর MD গ্রাহকদের এই বিষয়ে আশ্বস্ত করেছেন। খাসা ফিচারে কাবু হবে বাইক প্রেমীরা, বৈদ্যুতিক মোটরসাইকেল আনছে Royal Enfield! দাম কত?

রয়্যাল এনফিল্ডের MD সিদ্ধার্থ লাল একটি প্রেস কনফারেন্সে নিজেদের লক্ষ্য সম্পর্কে জানিয়েছেন। তিনি নিজের বক্তব্যে বলেন, আগামী সময়ে বৈদ্যুতিক বাইক উৎপাদন করার জন্য কারখানা খুলতে চলেছে সংস্থাটি। আর সেই কারখানায় বছরে 1.5 লাখেরও বেশি বাইক তৈরি হবে। এই বক্তব্য সামনে আসায় কিছুটা নিশ্চিন্তে সংস্থাটির গ্রাহক থেকে ইনভেস্টর সবাই। খাসা ফিচারে কাবু হবে বাইক প্রেমীরা, বৈদ্যুতিক মোটরসাইকেল আনছে Royal Enfield! দাম কত?

বিষয়টি নিয়ে সিদ্ধার্থ লাল বলেন, “আমরা বর্তমানে একটি প্রোটোটাইপ পরীক্ষা করছি। বৈদ্যুতিক বাইকের এই বাজার খতিয়ে দেখার জন্য আমাদের দলকে একত্রিত করা হয়েছে।” উল্লেখ্য, এক্ষুণি আসছেনা Royal Enfield এর নতুন ইলেক্ট্রিক বাইক। আগে সমস্ত ডিজাইন এবং টেস্ট সম্পূর্ন হবে তারপরই কিছু পদক্ষেপ নেবে তারা। সূত্র মারফৎ জানা যাচ্ছে, আগামী 2025 সাল নাগাদ সাড়ম্বরের সাথে বৈদ্যুতিক এনফিল্ড লঞ্চ হতে পারে।

About Author