ভারতের বাজারে বেশ সাড়ম্ব রের সাথেই লঞ্চ হয়ে গেল ট্রায়াম্ফ মোটরসাইকেল। নতুন Speed 400 বাইকটিকে নিয়ে বেশ ঝড় উঠেছে। একইসাথে বাজারে এসেছে Speed 400 এর Scrambler ভার্সনও। আর এই গাড়িটি যোগ্য লড়াই দেবে KTM 390 Adventure X গাড়িকে। কিন্তু আপনি নেবেন কোন বাইকটি? বাজাজ ট্রায়াম্ফ নাকি কেটিএম 390? রইল তুল্যমূল্য পার্থক্যের বিবরণ।
1) Powertrain
বৈশিষ্ট্য | Triumph Scrambler 400X | KTM 390 Adventure X |
ইঞ্জিনের ক্ষমতা | 398 সিসি, সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ইঞ্জিন। | 373 সিসি লিকুইড কুল সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন |
শক্তি | 40 bhp | 43.5bhp |
টর্ক | 37.5Nm | 37Nm |
ট্রান্সমিশন | 6 গতির ম্যানুয়াল ট্রান্সমিশন। | 6 গতির ম্যানুয়াল ট্রান্সমিশন। |
অর্থাৎ এক্ষেত্রে Triumph গাড়িটি অপেক্ষাকৃত বড় ইঞ্জিনের সাথে এলেও KTM Adventure X অধিক শক্তি তৈরি করতে সক্ষম। প্রসঙ্গত, KTM এর 373 সিসির ইঞ্জিনটি এর আগেও বেশ কিছু বাইকে ব্যবহার করেছে তারা। তবে স্ক্র্যাম্বলারের ইঞ্জিন সামান্য বেশি টর্ক আউটপুট তৈরি করতে সক্ষম।
2) Dimension :
Dimension | Triumph Scrambler 400X | KTM 390 Adventure X |
লম্বা | 2,177 মিলিমিটার | 2,154 মিলিমিটার |
প্রস্থ | 825 মিলিমিটার | 900 মিলিমিটার |
হাইট | 1,190 মিলিমিটার | 1,400 মিলিমিটার |
হুইলবেস | 1,418 মিলিমিটার | 1,430 মিলিমিটার |
সিটের উচ্চতা | 835 মিলিমিটার | 855 মিলিমিটার |
গ্রাউন্ড ক্লিয়ারেন্স | 195 মিলিমিটার | 200 মিলিমিটার |
তালিকা থেকে স্পষ্ট যে, KTM 390 Adventure X সবদিক দিয়েই আকারে বেশ বড়। এমনকি সিটের উচ্চতা এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্সের ক্ষেত্রেও এগিয়ে KTM। বাজারে 2.8 লক্ষ টাকার এক্স শোরুম প্রাইসে লঞ্চ হয়েছে নতুন KTM ADVENTURE X।
এক্ষেত্রে জানিয়ে রাখি যে, ট্রায়াম্ফ তাদের স্পিড 400 গাড়ির দাম জানালেও Scrambler ভার্সনের দাম এখনো ঘোষণা করেনি। উল্লেখ্য, Speed 4000 এর দাম রয়েছে 2.33 লক্ষ টাকা (Ex showroom)। Speed 400 গাড়িটি লঞ্চ হয়েছে বটে, কিন্তু মানুষের হাতে আসতে সময় লেগে যাবে সেপ্টেম্বর অবধি। সেখানে Scrambler 400X গাড়িটি বাজারে আসবে আগামী অক্টোবর মাসে, অর্থাৎ পুজোর আগে। কিন্তু আপনি 2000 টাকার টোকেন মানি দিয়ে দুটি বাইককেই বুক করতে পারবেন।